Home » Poems » Sanjay Karmakar » The blow of broom
Sanjay  Karmakar Avatar
Sanjay Karmakar | + Follow Poet | Send Soup Mail
Verse | + Fav Poem | Make a Comment | Email Poem | Print Poem | Report | Create an image from this poem.
The blow of broom


Separation of the world and its nasty manifestations being done behind the exploitation
what may remain there the life from the soil , to soil when gone.
Those of you who are killing people are betting on war in oath
on that day, everything is left behind, what's left in your boat!
Today or tomorrow that moment; The last wind on the last day
why is the flow of blood flowing day and night today !!
Human today touch that peak of progress in the sky
is it the value and consciousness of the knowledge thy?
All is the illusory and unreal thought, brother
the value of humanity has gone to the battlefield rather.
Those who are dying are the mother and sister of someone
what are the guilty their? The broom I hit on your face fair.
The land is red today due to destructive blood intoxication
blood-sucking hyena to express adverse in any direction.
Peace today is like an illusion
today, the world is full of  envy in each other's adjudication.
The world is not alone, there are hundreds more, they are rushing to take possession
knowing all why to rush to  war in in turn?
Today the day came to the door am giving the message you
hold ten hands together, under the one sky
throw away the principle of abandonment, envy and hatred
with the blow of the broom, to finish hatred I say thy.


Copyright © Sanjay Karmakar | Year Posted 2022


আমার লেখা মূল কবিতাটি :-


প্রতিবাদী প্রকাশ,"শলার ঝাড়ু"
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar
  · 72lSJupsft6 t1noe710wa  ·


বিশ্ব বিভেদ বিরূপ প্রকাশ শোষণ তার ঐ অন্তরালে
কী আর রয় মাটির জীবন মাটির সাথে মিশলে পরে।
তোমরা যারা জাতার কলে মারছো মানুষ রণের পণ
সব পরে রয় এই অবণী রয় কী কিছুই আপন ধন!
আজকে না হয় কাল সে পল; শেষের বায়ু শেষদিনে
আর্ত ধরা রুধির ধারা বইছে কেনই রাত দিনে!!
মানুষ আজি উন্নতির ওই শিখর ছোঁয়া আসমানে
তবুই কী আজ মান আর হুঁশের জ্ঞান আছে কী এইক্ষণে?
অলীক এবং অবান্তরের আকাশ কুসুম ভাবলে ভাই
সব গুলে খাও মানবতার মান গেছে হুঁশ রণেই তাই।
মরছে যারা বোমার ঘায়ে কেউ মা আর বোন কারু
কী দোষ তারা মারছো রণে তোমার মুখে শলার ঝাড়ু।
সর্বনাশা রক্ত নেশায় আজ মেদিনী রক্ত লাল
যেই দিকে চাই বিরূপ প্রকাশ রক্তচোষা হায়না দল।
শান্তি আজি ভ্রান্তি স্বরূপ নাই দিশা তার ঘর ও বা'র
প্রকট আজি প্রবল দ্বেষের এ করে ওর দরবার।
এক পৃথিবী একলা নহে এমন আছে আরও শত
আসছে ধেয়ে দখল নিতে জেনেও কেনই রণেই মাত?
আজ এসেছে ঘর দুয়ারে সন্দেশেতে যাচ্ছি বলে
দশ হাত হও এক সমীপে, এক ধরণীর আকাশ তলে।
ভ্রান্ত যাহা ত্যাগের নীতি দূর ফেলে দাও হিংসা দ্বেষ
শলার ঝাড়ুর ঘা দিয়ে কই- অরির করো অবশেষ।