ভাব হল কবিতার প্রাণ, কথা হল প্রকাশ আর তার মিশ্রণে কবিতা হল প্রজ্জ্বলিত শিখা। সেখানে ভাব আর কথা দেখা যায় না। এই হল কবিতা। এটাই কবিতার যতার্থ সংজ্ঞা, সেখানে শুধু শিখাই জ্বলজ্বল করে আর ভাসিয়ে দেয় হৃদয় প্রাণ। রক্তে মিশে যায় সে শিখা। কখনো প্রেম কখনো অনুরাগ বা বিদ্রোহ। অশনি্তে দোল খেলে যায় কবিতা। এই কথাগুলি হৃদয়ে রেখে লিখুন কথকলি। লেখবার পর দেখে নিন এভাবে খেলা করছে কিনা আপনার লেখা। কাঠ কয়লা দিয়ে উঁনুন জ্বালাই আমরা। জ্বলে গেলে সেখানে কি কাঠ কয়লা দেখা যায়। দেখা যায় শুধুই আগুন। শুভকামনা।