Sanjay Karmakar
MhaSponrsch 8o at t18:3raa3l1e AMi  ·
তিলের নাড়ু


গাছে উঠায় মই সরালে এপাশ ওপাশ আর ধপাস
তিলের নাড়ু খেয়েই খুড়ো পালিয়ে গেলেই সত্যনাশ।
মাছের মুড়ো মুড়িঘন্ট খেলোই যদি উড়িব্বাস!
গাছে উঠায় মই সরালে এপাশ ওপাশ আর ধপাস।
আকাশ হতে ফুলঝুড়ি হয় পুষ্প তার ঐ বারির বান
শেল ফোটে আর রকেট বোমা আর দাদা ঐ মেশিনগান।
গাছে উঠায় মই সরালে এপাশ ওপাশ আর ধপাস
তিলের নাড়ু খেয়েই খুড়ো পালিয়ে গেলেই সত্যনাশ।


Sanjay Karmakar
hpohMnaarch u06 aot 344:f8d073 lPMi  ·
ঊর্মিমালা


ফিফটি ফাইফ দিচ্ছি ফাইট টাইট করে ধরে
সেদিন মাঠে জ্যোৎস্না আলোক নকশীকাঁথার ভারে।
ভাসলো মন ওই উজান গাঙে; ভাঙলো বাঁধন হায়
ফোঁড়ন দিলাম লঙ্কা পেঁয়াজ তার সে তাকিয়ায়।
বাঁধন ছাড়া লাগাম হারা বল্গা বিহীন মন
এক লাফে পল হটাত নিচে, হলোই সে তার মান।
কোকিল ডাকা ঊষার ভোরে জাগলে স্মৃতির দোলে
ঊর্মি মালায় ঢেউ তুলে যায় মন চুরি তার কোলে।