।    ট্রেন চলে ঝিকঝিক-ঝিকঝিক ঝিকঝিক
                ছুটন্ত চারদিক-
            ঝিকঝিক ঝিকঝিক-


      আঁকাবাকা গতিপথে ছুটন্ত  সর্পিল-
             স্টেশনেতে পৌছোলে-
             বেগে দেয় কিছু ঢিল-


  একে একে পার করে-নদী খাল খানা বিল-
              হাওয়ার ই  বেগে তে-
              ছুটে ছুটে চলে সে-


   যেন বলে দারি নাই-কোন থামাথামি নাই-


     পাহাড়ের মাঝখানে-ঝমাঝম  খুব চলে-
  দুলকিতে দুলে দুলে-দুলে দুলে দুলে দুলে-
             ঝিকঝিক রব তুলে-
     ঘুর্ণির ঝড় তুলে-সাবলিল বেগে চলে-
             বহু ছোটা ছুটে চলে-


             মানুষ কে সেবা দেয়।


     কিছু পশু আছে যারা-বিশ্বেতে ত্রাশ ধরা-
     লেলিহান হিংসাতে-বহ্নিতে প্রান মেতে-
             পথমাঝে ফাঁদ পেতে-
                 ধ্ব্ংশের গান।


       শত শত প্রান যায় -লেলিহান হিংসায়-
       অব্যাক্ত কান্নায়-মন প্রান ভেসে যায়-
                     ভগবান।


        মুক্তির বাণী দাও-মুক্তির বাণী দাও-
     উদ্দাত্ত আহ্বানে ডাকে কবি গানে গানে-
             সাড়া দাও সাড়া দাও-
      এ চোখেতে সহেনা-নিদারুন যাতনা-
                  বিরহ বিচ্ছেদ।