"আলপনা"


কেউ কেউ শীতে কাঁপে অঙ্গারে ছ্যাকে গা'য়
সমাজের কোণ কোণ দেখি আজি বিষময়।
ধনী তার ধন তার রাশি রাশি মুঠো মুঠো
নিঃস্ব সে কাঙালের মুষ্টিতে মেলে জুতো।
আহারেতে বাহারের ফেলা দেওয়া রেণু কণা
অভুক্ত কত শত- রাত আঁকে আলপনা।


"মন ময়ূরী"


চাকরি সূত্রে দূরে থাকে তাও তো সেতো আছে
মন ময়ূরী মধুরিমায় তাও তো এ মন নাচে!!
জীবন পথের অলি গলি
যেমন আঁকা দোয়াত তুলি,
এই তো জীবন আশার ফানুস, জীবন ইহাই যাচে।


"রাহু গ্রাস হতে উদিত সে ধন"


রাহু গ্রাস হতে উদিত সে ধন বিভাকরে জাগে চাঁদ
আজিকে হেরিনু সে ক্ষণ যাপিত আগত সুসংবাদ।
কোথা হে ছিলে মিত্র পরম
ছাড়ি্য়া এ ধন কাব্য মরম,
আজিকে ধরণী উতলা বরণী ঘুচিল সে অবসাদ।


"সান্তা দাদু"


সান্তা দাদু খাছে দুদু খাচ্ছে খাবি তা-ও
মারণ ব্যাধি করোনাতে নাইতে নেমে নাও।
বুদ্ধি গেছে খাদের কানি
কাল করোনা ঢালছে পানি,
সান্তা দাদুর খুলছে কাছা, জল দেখে বিশ বাঁও।


"প্রকৃত প্রেম"


দুরু দুরু কাঁপে পাতা
আলো তার রোশনাই
জেনে রাখো আজি ধরা
প্রকৃত প্রেম নাই।