Sanjay Karmakar
  ·
  ১।
·
কাম কী করেন ধরেন টরেন, পড়েন কেনো জলে
বাদ্যি বাজায় কন কী আসর, সাত সকালের কালে।
কানলে কূলে উঠবে ফুলে??
পড়েন না ক্যান কামের কূলে!!
কাম বিনে নয় ধনের বাহার, শান্তি নাহি মিলে।
২।
খাইসে হরি অস্ত্র বানায় মারতে কবি চায়
এই কী তবে কবির দেশে মানবতার দায়!!
পায়রা সাদা শান্তি সদা
রইতে কেনেই ধরছো গদা,
প্রেম দিয়ে রণ ধরছি চরণ অস্ত্র ছাড়ো হায়।
৩।
কী আর বলি জোড়াতালি, জয় মা কালী নে-রে
চাইছে অবুঝ মন এক মানুষ বলছে নিতে কেড়ে।
রইতে সময় যে জন ঘুমায়
ভাগ্য সে তার যায় গো কোমায়,
বিরম্বনাই হয় রে জীবন-বিষাদ আসে তেড়ে।
৪।
হায় রে কোকিল কুহু তোমার কবির করে বন্দনা
দু-কর জোড়ে বলছি কবি আমার কাছে মন্দ না।
কুহুর ডাকে পাতার ফাঁকে গাছের ডালের আবডালে
বিষাদ বায়ু দূর করে সে জীবন গড়ে ঘাবড়ালে।
৫।
আঁখির পাতে স্বপ্ন হারায় কপোল ভিজে জলে
জন্মে ধরায় গর্ব অনেক তোমার ছেলে বলে।
জীবন তোমার দেশের তরে সুবাস সদাই বহে
স্বর্গ তোমার জাহান তথায় ব্যথাই গেলে সহে।
অনেক ব্যথার অশ্রু বুকে বইছি জীবন হেথা
আদর্শেতে তোমার পথেই আমার জীবনকথা।