Sanjay Karmakar


  · 99177Sa50p1ns 1hfr7hs07d7  ·


টুনির বিয়ে একরত্তি; মেয়ে সে তার শখ
চাই যে রাম ছাগল তারি চুলের থিকে নখ।  
বাজলো মাদল এ গাঁয় ও গাঁয় চললো সে বর খোঁজা
শেষমেশ এক মিললো সে তাও,একটু সে হয় কুঁজা।
দেখেই সে কুঁজ কুজন তাহার সপ্ত শিখায় জ্বলে
চিল চিল্লান দেয় যে টুনি খাবার দাবার ভুলে।
বাপে তারি ধরলো দু কান মা দিলো ভাই চুমো
সোহাগ আদর অনেক দিলো কমলো না তাও ব্যামো।
ঘটক এলো ঘোড়ায় চড়ে জানতে টুনির মন
টুনির মেজাজ বিগড়ে ওঠে আরও দু চার মোন।
টুনির সাধের বর কী আছে তোমার দেশে ভাই
আর দেরি না বলছি শোনো এক্ষুণি তার চাই।