"উলট পুরান"


উলট পুরান!! কবেই সিঁধা; ছিল বলেন কবির সাব!!
এই তো রীতি রেওয়াজ ধরা-চলছে সাগর বাইতে নাব। (হিন্দিতে নাব বাংলায় নাও)
লাই দিলে রোজ নিজের করে
ঘুষ আর পান কাজের তরে,
বদল খানিক হলেই নিজে-সত্য সরল পাইবে ভব।


"অগ্রগতির রথ"


নেতার কাজ কচকচানি কবির করে আগুন তার
দেশ চলে দেশ এগিয়ে চলে সময় শুধুই কর গোনার।
মূল্য লাফায় লাফিয়ে চলে লাফ দেওয়াটাই ধর্ম তার
অগ্রগতির রথ চলেছে দিক হতে দিক পরগোনার।


"মন্দ মাদল"


সাত সত্যি কইলো কবি দোষের তেমন কর্ম না
মদ খেলে রাগ ক্যান করো গো-পরাণ পাখি চন্দনা।
সই তো কতই মন্দ মাদল সকাল হতি রাতির পর
আমিও ওগো সুরার প্রেমিক কিন্ত রে ভাই ভন্ড না।


"প্রথম দিনের মুলাকাতে"


প্রেমের সাগর তুফান ভারি মিলতে নীলের দরিয়াতে
উষ্ণ কোমল বইলো ধারা প্রথম দিনের মুলাকাতে।
স্নিগ্ধ মধুর লহর সে তার
ভব সাগরে বাইতে সে দাঁড়,
ঝঙ্কারেতে বাজলো বীণা-দিল দরিয়া দ্বারকাতে।