Sanjay Karmakar

  · 20 hrs  ·
উপকথা

যেখায় গ্লানিতে বাহিত লোহিতে
                  ক্রূরতা যেথায় গাথা
তথায় দানিত কিংবা প্রণীত...
                                   ব্যর্থ সে উপকথা।
মানব যেথায় খর বায়ে বয়
                       বন্য সে তার বোল
ক্লিষ্ট সে দল নর্দমার ওই
                             শুনে রেখো সমতুল।
বিদ্বেষ বিষ বিছায়ে যে জন
                  বধিছে মানব প্রাণ
বধ্য সে ভূম কুলাঙ্গারের
                           জনে জনে শয়তান।
ভ্রষ্ট সে নীড় জীর্ণ মলিন
                  ইবলিসের ওই দল
শত ধিক তোরে তস্কর ওরে
                               তোরা শুনে রাখ-
ভৈরবের ঐ প্রলয় প্রবল,
              বধ্য সে তল ভূমি
ওঙ্কারে তার লিখত তথায়
                           ধ্বংস তার ঐ বাণী।
জান্নাতের! ওই বহ্নি প্রবল
                 আসছে তথায় ধেয়ে
দূরে নয় ওরে- দুয়ার সমীপে
                                   সপ্ত আকাশ বেয়ে।