Sanjay Karmakar
Top Contributor
  · 11m  ·


হে শ্রীরাম পুরুষোত্তম
ন্যায়ের প্রতীক তুমি-
প্রেমের প্রতীক পুরোধা প্রেমের
তোমারি চরণে চুমি।


কালে কালে যুগে বিষ্ণু স্বরূপে
এসেছিলে ধরাধামে-
কৃষ্ণ শ্রীপদো কিংবা জেসাস
অযুত নিযুতো নামে।


আল্লাহ কভু পুজনেতে প্রভু
জাতপাতে নাই বাধা,
তোমাতে দেখেছি বিশ্ব নিখিল
রামলালা আর রাধা।


বিশ্ব নিখিলে ব্যাপ্তি তোমারি
মহাকাল হতে বড়
তোমাতে সঁপেছি এ প্রাণ আমার
অভিলাষ মোর-প্রভু হে
আজিকে পূরণ করো।


ভগবান রাম তব পুনঃ আগমন
শত কত বরষ পরে,
কেটে যাক তমা আলোকিত হোক দিয়া
জগতের প্রতি ঘরে ঘরে।


উত্থান হোক মনবতা তার
অন্যায় হোক নাশ
দিগন্ত হতে বিলোপিত হোক
লোলুপ দানবো গ্রাস।


ক্রমশঃ


যারা প্রথম পর্ব পাঠ করেন নি তারা ইচ্ছে হলে পাঠ করে নিতে পারেন-


উপাসনা
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি


ভগবান রাম তব পুনঃ আগমন
শত কত বরষ পরে,
কেটে যাক তমা আলোকিত হোক দিয়া
জগতের প্রতি ঘরে ঘরে।


উথ্থান হোক মনবতা তার
অন্যায় হোক নাশ
দিগন্ত হতে বিলোপিত হোক
লোলুপ দানবো গ্রাস।


ত্রাসিত মেদিনী আজি রণ আর বাণ
নিনাদে গ্রাসিত তারি,
আজি হতে দূর দূরা্ন্তে থাক
বিদ্বেষ বিভেদতা অরি।


দিকে দিকে জন বিপথে বিজনে
হিংসা করালে তারি,
কেহ নাহি তার নিখিলে নিলয়ে
তমসে বাহিত তরী।


কৃপা করো নাথ কৃপায় তোমার
জাগতিক তমা তার,
কলি তার কালো করালতা দূর
দয়া করো অবতার।


গান্ডিবে তব নিখিলে ভুবনে
রক্ষ বধিতে তুমি,
নেমে এলে আজি ধরা তার কূলে
পূণ্য ভারত ভূমি।


চক্র তোমারি প্রকট করো হে
বিষ্ণু হে দেহধারী,
ছিন্ন করো হে রিপু তারি দল
হে দেব তোমারে স্মরি।


ভগবান রাম তব পুনঃ আগমন
শত কত বরষ পরে,
কেটে যাক তমা আলোকিত হোক দিয়া
জগতের প্রতি ঘরে ঘরে।