মুন্সি আজি আদায় করেন বকেয়ার ওই লক্ষ টাকা
খোস মেজাজে ফিরতে ছিলেন মফস্বল হইতে ঢাকা।
টোপলা খানা তার আছিলো, ধইরে ছিলেন শক্ত হাতে
দৌড়ে তিনি উঠতে গেলেন গতির মুখের বাসটাতে।
আছাড় খেয়ে ছেঁচড়ে গেল পায়ের থেকে রক্ত ঝরে
তাই কী হলো ছিলেন তিনি, টোপলা খানা শক্ত ধরে।
মলম টলম লাগায় তিনি বাসটি পেলেন ঘন্টা পর
বেশ হলো রাত, ফিরতে তিনি, ঢাকার বাটি আড়ত তার।
দূষতে ছিলেন কপাল টারে ব্যথার জ্বালায় অধিক অতি
বাড়ির সবাই ব্যস্ত ছিল করতে তার ওই মলম পটি।
খবর চালা হুকুম দিলেন মুন্সি খুব ওই খবর পোকা
চ্যানেল খুলেই লাফিয়ে উঠেন ভুল হয়েছে মাপা ঝোঁকা।
খেলাম আছাড় বাস ধরিতে কপাল আমার ছিলই ভালো
উঠলে সে বাস লক্ষ টাকা; বলতে হতো জলেই গেলো।
ডাকাত কী আর ছাড়তো আমায় টোপলা আমার নিত-ই কেড়ে
জোর করিলে হয়তো তারা জানেই আমায় দিতই মেরে।
হে আল্লা রহম তোমার তোমার খেলা বুঁঝতে নারি
ধন্য তুমি খেলা-ও তোমার, সেলাম জানাই গড় ধরি।


(আল্লাহ বা ভগবান যা করেন ভালোর জন্যই করে থাকেন।)