Sanjay Karmakar
a3So7sa16hhi8 73hrimr1ems  ·


সখ্য সখী তোমার আমার
যেমন নদী তার
জলের ধারা তার সে খাতে
নয়কো হারাবার।
স্রোতের ধারায় দু কূল ভাঙে
ব্যথার কভু বান
স্নিগ্ধ কভু তরঙ্গের ওই
ঊর্মিমালায় প্রাণ।
ভোরের আকাশ মিষ্টি সুবাস
প্রশান্তির ঐ ছায়
হারিয়ে কভু চর সে জাগে
বকুল তলায় হায়!
সুখের ছোঁয়া অসুখ কভু
ধূপ আর ছায়ে প্রাণ
দুলতে যে রই তোমার প্রেমে
শীতল যে হয়
মন।


(কবিতায় প্রেয়সীকে নদী আর প্রেমিক কে তার জলের ধারার সাথে তুলনা করা হয়েছে। নদীতে জল কম বেশি হয়, কখনো সে বাঁধনছাড়া কূল ভেঙে দিয়ে যায়, কখনো সে স্নিগ্ধ কুলুকুলু তার বেগ, প্রশান্ত তার রূপের বাহার। আবার কখনো খরায় সে মৃতপ্রায়, চরা জেগে ওঠে ঠিক তেমনই প্রেমিক প্রেমিকা হয়ে থাকে। কখনো চঞ্চল, মান অভিমান, দুঃখ বেদনা আবার কখনো প্রশান্ত মনোরম কিন্তু তাই বলে নদীতে যেমন জলের চিহ্ন কখনই হারিয়ে যায় না তেমনই যাই হোক না কেন প্রেম সে জেগেই থাকে প্রেমিকের মনে। লেখাটি হটাৎ করে লিখলেও আমার খুব ভাল লেগেছে)