প্রিয়কবি সাখাওয়াত হোসেন শাওন মহাশয়ের আজ প্রকাশিত কবিতা "আমি আর লাশ দেখতে চাই না" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় আমরা মানুষ জাতি-
রক্ত দেখে হত্যালীলা-মানব জাতের বজ্জাতি।
বাঁচতে দিল একটা ধরা-মানুষ দিল সীমানা-
দেশ বিদেশের বিভেদ গড়ে-আকাশ ভরা কান্না।
হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় আমরা মানুষ জাতি-
রক্ত দেখে হত্যালীলা-মানব জাতের বজ্জাতি।
দুচোখ বহে অশ্রুধারা-অধম মোরা জাত বজ্জাত-
গড়তে নারি ভালোবাসা-ধরতে নারি হাতে হাত।
এই ধরাতে চার কোনাতে-সমান সবার অধিকার-
এক পৃথিবী একই মানুষ-করতে নারি প্রতিকার।
হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় আমরা মানুষ জাতি-
রক্ত দেখে হত্যালীলা-মানব জাতের বজ্জাতি।
হৃদয় ঝরে কান্না অনেক-মায়নমারের হার হারামি-
পশুর জাতি মাতম মানায়-রক্ত রঙ্গিন পাষান ভূমি।
দেখছি ঘর ভাঙ্গছে সেথায়-মানুষ মারে সেনার দল-
হে ঈশ্বর এমন কেন-তাদের দেশে সৈন্যবল।
এক পৃথিবী চুপ কেন রও-তুফান কেন উঠছে নাকো-
হাল হকিকত দেখতে কালো-নয়ন তারায় নেইকি আলো?
অনেক হলো রক্তপিচাশ-মারতে এবার আসছে ধেয়ে-
রোহিঙ্গা দীন প্রাণেতে-এক পৃথিবী হৃদয় বেয়ে।
হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় আমরা মানুষ জাতি-
রক্ত দেখে হত্যালীলা-মানব জাতের বজ্জাতি।


প্রিয়কবি মনোজ ভৌমিক (দুর্নিবার কবি) মহাশয়ের আজ প্রকাশিত "স্তব্ধ হলো  তার কল্পনা ভাষা" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা (১৫ বছর বয়সের সন্তানহারা এক পিতার ফরিয়াদ)


এক সাগর যন্ত্রণা-রিক্ত এ প্রাণে তুফান তোলে ক্ষণে ক্ষণে-
কেন! কেন! কেন!-সে দারুন প্রশ্নবাণে।
নির্দয় বিধাতা-কেন কেড়ে নিলে তারে-দিলে না মিলতে কলি-
কেন! কেন! কেন! নিয়তি-কুসুমিত কেন দিলে তারে দলি?
এ যাচনা প্রাণেতে সহেনা-নিদারুণ কান্না ঝরে বুকে-
নির্বাক নির্দয় দারুনো প্রহারে-নিকষ কালো দিকে দিকে।
বেদনাতে ভরা বুক-নয়নেতে নাই প্রাণ-
হে ঈশ্বর নিলে নিতে মোরে-নিলে কেনো কুসুমো অঙ্গাণ।
সে তো ধরা দেখে নাই-শতদলে অন্তর-
কেন! কেন! কেন! বিজনো তেপান্তর।
তোমারি ঘরেতে-বিচারো হেলাতে-কাড়িতে মাসুমো প্রাণ-
আকাশ ও বাতাসে গুঞ্জন ওঠে-তুমি কি নির্দয় পাষান।
প্রভু হে তুমি-নাকি নফরত হুলে ভরা বিষ-
নাহিকো বারিকো তোমাতে অন্তর-
শয়তান তুমি-নাহিকো দেবত্ব-দানবতা অর্হনিশ।


প্রিয়কবি যাদব চৌধুরী মহাশয়ের আজ প্রকাশিত ললাটলিখন কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


ললাটলিখন-বিধিভাম অতীব যন্ত্রণাদায়ক-
অধীনতায় স্বাধীনতা মানব রচিত অনুশাসন-
মেনে নিলেই মানব-যে মানতে পারে না-
সে তো জন্তুর সমতুল।
ললাট লিখন দায়বদ্ধতা-
মানবিক শুভবোধের উদয় হোক দিকে দিকে-
দেশে দেশে-সমগ্র বিশ্বের আনাচ কানাচে-
বন্ধ হোক নীপিরণ-জঙ্গিপনা-
মানবতা হত্যা প্রশিক্ষণ শিবির।
চির উন্নত হোক শির-উঠে দাড়াক পুনরায়-
জাগ্রত হোক মানবতা-দশ দিকে হোক ঊষার সঞ্চার-
গাহি মোরা সাম্যের গান।


প্রিয়কবি নিশিকান্ত দাস মহাশয়েয় গতকাল প্রকাশিত ভিখারী কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


বাবুর বিলাপ।


ভিখারী সে তো অনেক অনেক বড় দাতা-
পাপ করিতে হরণ-
ধন্য ভিখারী বাবু কহিলেন-
কোথায় পাই সে চরণ।
বাবুর আজিকে অন্তর জাগিল-
ভিখারী বুঝিলো নিজেই সে তো-
শঠ ছলনায় হরণ করেছি
প্রতারণা শত কত।
ভিখ মাগিনু চরণে প্রভু-ধৌত করিতে পাপ-
হে ঈশ্বর ক্ষমা দাও ক্ষমা দাও-
দিও নাকো অভিশাপ।