আড্ডায় লেখা
প্রধানমন্ত্রী (৭)


কৃষিমন্ত্রী অনেক অনেক অত্যাচার হয়েছে
দেশের কৃষক শ্রেনীর ওপর-
দালাল ও পাইকাররা চুষে খাচ্ছে তাদের-
অধিক ফলনে ন্যায্য মূল্য না পেয়ে পন্য
রাস্তায় ফেলে দিতে হয়-ক্ষরার বছর গুলিতে-
অনাহারে অর্ধাহারে জীবন অতিবাহিত করতে হয়।
অনেকে বাধ্য হয় আত্মহত্যা করতে।
সরকারি উদ্যোগ প্রয়োজন।
একটি প্রকল্প চালু করুন কৃষকের উৎপাদিত
যে কোন পন্য সারা বৎছর একই মূল্যে সরকার কিনে নেবে।
সমস্ত রকম পন্যের মূল্য নির্ধারিত করে দিন।
পরিকাঠামো তৈরি করুন জেলায় জেলায়।
পাইকাররা সারা বৎছর প্রতিদিন কৃষকের থেকে নয়
সরকারি গোডাউন থেকে সংগ্রহ করবে
শাক সবজি সহ সমস্ত রকম পন্য।
ক্ষরা বন্যার বৎসরে অন্তত তিনমাস নুন্যতম
সরকারি ভাতার ব্যাবস্থা করুন যাতে তারা
এই বিপর্যয় কাটিয়ে সুস্থ হতে পারেন।
ঋণ মুকুব সহ যে যে সরকারি অন্যান্য প্রকল্প রয়েছে
তা অবিচ্ছিন্ন থাকবে।
পরিকাঠামো তৈরি ও প্রকল্প রুপায়নে
এক বৎছর কাল সময় বরাদ্দ হলো।
ধন্যবাদ জয় হিন্দ বন্দেমাতরম।


প্রিয়কবি মোনায়েম সাহিত্য মহাশয়ের কথা অমৃত সিরিজের ৪০ তম কথা অমৃতে উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


বন্যা


যেদিক তাকাই সোনার ছবি-কবিতারি বন্যা-
ছড় ছড় ছড়-লিখতে থাকি-সবাই বলে আর না।
তাই কি হয় ছন্দগুলি-নাচন কোদন শুরু করে-
আমায় দেখ আমায় দেখ-সবাই শুধু বায়না ধরে।
মনটি মিলে ছন্দ গুলে আকাশ তুলি রংটি মাখি-
সাবাস সাবাস রব সে ওঠে-সবাই বলে ফাটাফাটি।
কাটাকাটির এই জমানায়-রক্ত অনেক জমাট বাঁধা-
জীবন আলোক পূণ্যবতী-নাই ঠিকানা গোলকধাঁধা-
কানাগলি হেথায় হোথায়-মনটি কোথায় হারিয়ে যায়-
টল টল জল সাগর লহর-হটাৎ সবই থমকে দাঁড়ায়।
তাই কি ভাবি-পাগল কবি-স্বপ্নগুনেই হারিয়ে যাই-
ছবির দেখা মনের দোলা-ছন্দবীণায় খেলতে ভাই।


প্রিয়কবি প্রীতিশ চৌধুরী মহাশয়ের আজ গতকাল প্রকাশিত দূর্গা কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


জয় মা দূর্গা


কেন জানি হয় নাই-কবিতায় মন নাই-
দিকে দিকে দুঃখ। তাই যেন জান নাই-
ভেঙ্গে পরি কান্নায়-ভেঙ্গে পরে বক্ষ।
গগনেতে বাতাসেতে-ক্রন্দন রোল ওঠে-
সহস্র নাগিনীতে-শত ফণা রাগিনীতে-
কলুষতা ভরা বিষে-মানবতা হলো মিছে-
মাতে তোহে আহ্বান।
সহস্র কোটি প্রাণে কান্নার অবসানে-
তুহি মাতে নিরসন।
তুহি মাতা তুহি দাতা-তুহি বোধিবৃক্ষ-
বিনাশের ধ্বনি তুহি-তুহি পরমাত্ম।
দশোভুজে দশোদিকে-বিনাশিতে অসুরেতে-
রূহ মাতে চন্ডি-প্রচন্ড প্রহারেতে
ত্রিশুলেতে খর্গেতে-মাতে রণচন্ডি।
জোড়করে মাতে তোহে অশ্রুতে আহ্বান-
কর দিতে দিকে দিকে- তুহি মাতে জয়োগান।
শান্তির ফল্গুতে-এসো মাতে ফাল্গুনী-
ধ্বংসের অবশানে-ঊষা আলো আগমনি।
জয় মা দূর্গা দূর্গতিনাশিনী।


ইংরেজি কবিতা ode to vivekananda প্রিয়কবি অচিন্ত্য সরকার মহাশয়ের উত্তরে একটু আগেই কমেন্ট বক্সে লেখা ইংরেজি কবিতা।


prayer


today the entire world is full in curse
humanity has gone far away with the bloody stream
air is crying and the destruction of every dream.
evil desperately taking  the deep breath of hate
and destruction are taking place.
sin engulf the the gloom moon of humanism.
roaring and flashing in the sky and air
words of peace gone to cradle
humanity in question with different religion.
though no scriptures are talking the violence
but the peace and equalism.
oh lord swear your divinity
upon the suffering humanity-pray you god
swear swear swear the love and affection
to every evil mind and heart and belief.
oh! god almighty save the humanity.


প্রিয়কবি শ ম শহীদ মহাশয়ের আজ প্রকাশিত কবিতা ইসস্ উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


রক্তধারা


ইসস!!!
তোর ঠোটে বয় রক্তধারা
তোর ঘুঙ্গুরে মাতাল করা
হৃদয় আমার আগুন জ্বলে
ধিক ধিক্ ধিক্ ধিক্
সে খবর কি নিস?


ইসস!!!
তোর কায়ারই সুর লালিমা
অঙ্গ ভাঁজ দারি কমা
মাতাল চোখে দৃষ্টি আমার
রক্ত পারদ ওঠানামার
সে খবর কি নিস।


ইসস!!
তোকে নিয়েই গড়তে ভুবন
দিন কিবা রাত স্বপ্ন নয়ন
তোর ঠোটে বয় রক্তধারা
অর্হনিশি আগুন ঝড়া
ধিক্ ধিক্ ধিক্ ধিক্
ইসস!!!