প্রিয়কবি সুবোধ কুমার শীট মহাশয়ের লেখা আজকের কবিতা "ডায়েরি" উত্তর দিতে গিয়ে কমেন্ট বক্সে লেখা কবিতা।


।                           "ডায়েরি"


      ডায়েরির প্রথম পাতা-জীবন ইতিহাসে প্রথম মুহুর্ত-
           ছোট ছোট হাত পায়ে-জাগে উচ্ছাস দুরন্ত-
                প্রাণের আলোয় আলোয় ভরা-
                   ডায়েরির প্রথম পাতা।


          ডায়েরির দ্বিতীয় তৃতীয় পাতায় আসে যৌবন-
           দুরন্ত যৌবন এলিয়ে পরে প্রেমের দরোজায়-
                যৌবনের দুরন্ত উচ্ছাসের মাঝে-
                  ডায়েরির পাতা কেটে যায়-
                   এক এক করে-তারপর
                       একদিন হয় বৃদ্ধ।


             বৃদ্ধের মনে পরে যৌবনের দুরন্ত জীবন-
               শেষের পাতাগুলি ভরে যায় করুনায়-
                   ডায়েরির ক্যালেন্ডারে দ্রুত-
                      এগিয়ে আসে একত্রিশে-
                            ডিসেম্বর।


           তারপর একদিন মৃত্যু হয় বৃদ্ধের-আসে
                       হাজারো নবজাতক।


প্রিয়কবি প্রবীর চ্যাটার্জী মহাশয়ের আজ লেখা কবিতা "মাই সেন্টিমেন্টাল ফ্রেন্ড" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা


                           প্রার্থনা


          সুখে থাকুক ভাল থাকুক-ময়না পাড়ার মেয়ে-
          সেই পানেতে ঈশ্বরেতে-আশীষ নিলেম চেয়ে।
                 ঝড় ঝাপটা তুফান আঁধি-
                   যেন-সদাই দুরে রয়-
             মৃদুমন্দ মলয় বাতাস-সদাই প্রানে বয়।


          শান্তিসুখের আলোক লোকে-প্রশান্তিতে মন-
         জীবন আকাশ রাঙ্গিয়ে যাক-শান্তি সদাই প্রাণ।
                 সেই মদিরায় হারিয়ে গিয়ে-
                    লিখুখ শতেক লেখা-
          সেই লেখাতে ঝড়ুক ধরায়-শান্তি সুখের রেখা।


          সুখ স্বপ্নে আসুক নেমে-স্বর্গলোকের বারি
         ধন প্রাচুর্য্য ভরিয়ে দিয়ে-আঁচলখানি তারি।
                   ধন মানেতে উচ্চ যেন-
                     শীরটি সদাই উঁচু-
           দুহাত জুড়ি ভগবান-চাই নে আর কিছু।


আমার লেখা কবিতা উত্তরে উত্তরে (নবম) কবিতায় প্রিয়কবি অনিমেষ দন্ডপাঠ  মহাশয়ের কমেন্টের উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


                            আহ্বান


          নাহি মাগিবার কিছু-এ ধরনীত প্রাণে শুনি-
                  অঙ্গান মনহেতু-সংসার-
                       শত ব্যথা জ্বাল-
                              বুলি।


          ঘনঘোর মোহ মায়া-অবিরাম ঢেউ তোলে-
                    শোক দুখ ধারা সনে-
                        অবিরত জ্বাল-
                           বোনে।


          আবিরেতে ফাল্গুনে-প্রাণমন মিলে খেলি-
               আবিরের -শুভ রং এ মেতে-
                      সম্পৃতি মিলে-
                            ধরি।


           পরক্ষনে যাতনাতে-বিদ্বেষে শত মিলি-
                   আবিরেতে মন গুলে-
                        রক্তের হোলি
                            খেলি।


          যবে প্রাণ মিলে যাবে-প্রকাশের দীপ্তিতে-
                   বিষয়েতে আসয়েতে-
                         বিদ্বেষ শত
                             মিছে-


          তবে কেন হানাহানি-আখি মুদে কালোতে-
                    এস সবে হাত ধরি-
                        মিলি ঐ প্রভা-
                              তে।


প্রিয়কবি শান্তি রায় মহাশয়ে লেখা  "অভিমান" কবিতার উত্তরে কমেন্ট বক্সে কবিতা


                            নিরাময়।


            নিরবে নির্জনে-শত ব্যথা বুকে বয়-
                    ধরাতল ফেঁটে যায়-
                      অব্যাক্ত কান্নায়-
                (ধরাতল এখানে দেহমন)-


          দিকে দিকে ধ্বনী বয়-বিকচিত সুর ঝরে-
               হৃদমন ভেঙ্গে পরে-ব্যথা জ্বালা
                          নির্ঝরে।


          সে জ্বালা বুকে ধরে-অশনীত বারে দ্বারে-
                   দীপ্তির প্রকাশেতে-
                            মন।


            হে প্রভু ঈশ্বর-শোন কি গো কান্না-
              বুকে বায়ু অবিরত-শত জ্বালা-
                          সহেনা।


         আর নাহি চাহি প্রাণ-শোন ওরে দয়াময়-
                 তোমা কাছে লহ টানি-
                      করো মোরে-
                        নিরাময়।


প্রিয়কবি Dr. Pritish Chowdhuri মহাশয়ের আজ লেখা কবিতা প্রেমের সুবাস এ উত্তর দিতে গিয়ে কমেন্ট বক্সে লেখা কবিতা।


                        অমর প্রেম


     অমর প্রেমের কথা কাহিনীতে-নয়নেতে নামে ধারা-
            আঁখিলোক আবছা হল-হৃদমন শান্ত-
                         ধ্রুবতারা।


          প্রশান্ত দুনয়নে-আলোধারা এলো ছুটে-
              আহা!দীপ্ত প্রেমেরো সে বানীতে-
                     চমকিতে চমকিতে।


             বিদুর প্রানেরো-ব্যথা বিন্দুতে-
           আশাহত প্রানে অসনিত সঙ্কেত-
                 মন প্রাণ ভেসে গেল-
                    শান্তিরো সঙ্কেত।


        পঙ্কিল প্রাণোমাঝে-মাদলের সুর এলো-
            মন্দাকিনিরো গরলো সে ঘাটে-
                    প্রাণবারি ধেয়ে-
                         এলো।


         এস সবে চন্দনে-সুবাসেতে প্রাণ মিলি-
                    রাগ দ্বেষ বিদ্বেষ-
                    জীবনেতে মুছে-
                         ফেলি।


প্রিয়কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের লেখ কবিতা শেষ পরিনাম কবিতা উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


                          পালকি


            প্রমানের অভাবেতে বেকশুর হল হরি-
                 ক্ররতায় হিংসায় নাই তার-
                         কোন জুরি।


            ছল আর চাতুরিতে-উন্নত ধরা শীর-
                থরহরি কম্পেতে দেশ মাঝে-
                           বল বীর।


          দিকে দিকে চারিদিকে-খুব নাম যশ তার-
                    ধেয়ে এল তারি দিকে-
                       রাজনীতি শঠরার।


            দিকে দিকে ছবি তার-বলে মাতরম-
                নীশিরাতে প্রত্যহ করে নেয়-
                          গা গরম।


           বাড়ি গাড়ি রাজবাড়ি-খানা পিনা খাদানা-
                    ঝরে ঝরে ঝরে পরে-
                      চৌদিকে খাজানা-


          বলদের পাগরিতে হিরে মোতি সাঁজ বোনা-
                তারি মত দুর্মনা-দুনিয়াতে-
                        হাতে গোনা।


            এইবারে বুঝে নাও-দেশটার হাল কি-
                 তুমি যাও খড়মেতে-ওরা চরে-
                            পালকি।