প্রিয়কবি আতাম মিঞ কবিতা আজ প্রকাশিত "মন পাখি"র উত্তরে কমেন্ট বক্সে আজ রাত 9.31 pm লেখা কবিতা।


গদ্যছন্দ আধুনিক কবিতা প্রয়াস ৫


                           প্রিয়তমা


একদিন-একদিন ফাগুনেতে-এক লালি রদ্দুরে–
            মনভুলে ভালবেসে এসেছিলে কাছে-
                    আর আমি-আমি বিহ্বল হয়েছিলেম-
                         তোমার অপরূপ দেহশৈস্টব আর-
                                কামনার সিক্ততায়-


শিশিরে শিশিরে লেগেছিল ঘ্রাণ-
             সে ঘ্রাণ আজো অমলিন আমার বক্ষে-
                         কক্ষে কক্ষে আলিন্দে আলিন্দে-


প্রিয়তমা মনে পরে কি-সেদিনের সেই পরন্ত বিকেলে-
            ফুটেছিল কাননের শত শত গোলাপ-
                        আকাশ বাতাস হতে ঝরেছিল-
                                   শত সহস্র রঙ্গীন কলি-


বিহঙ্গ মেতেছিল কলকাকলিত বসন্ত উৎসবে-
                       প্রিয়তমে।


কালোপ্রবাহে আজ তুমি ভিন্ন মেদিনী-
                তোমার ভরা উদ্যানে-খেলা করে-
                      শত শত হাসনেহানা গোলাপ বকুল জুই-


তোমার অঞ্চল সৌদামিনি-সুরোভিত সুললিত ছন্দে-
                     ঝর্ণার কলকল সুরোধ্বনী-আর আমি-
                           না হয় বন্দি করি-সেদিনের সে ঘ্রাণ-


সে কথাকলি-সেই শিশিরের সিক্তকণাগুলি-
                 মুক্ত মনের কিনারায়-সুখে থাক-
                         প্রিয়তমে।


প্রিয়কবি এম এ মতিন মহাশয়ের আজ প্রকাশিত আনুকাব্যঃ ঋণী কবিতার উত্তরে আজ রাত 1048 pm কমেন্ট বক্সে লেখা কবিতা।


                           সুবাস


        ঋণ নয় সে মহান মতি-প্রাণ আকাশের গল্প-
                দুচোখ ঝরে এমন কথায়-
                       ভালবাসার গল্প।


       সে ভাষারই সুবাস পেলাম-তোমায় কথায় ভাই-
                দুহাত জুরে করজোরে-প্রনাম
                         তোমায় জানাই।


              দুষ্ট ধরা মন্দমতি-ধরায় শ্বাপদ রাজ-
                   ক্ষনে ক্ষনে পরছে হেথায়-
                          সন্ত্রাসেরি বাজ-


           সেই আগুনের বেষ্টণীতে-অধর্মেতে দুষ্টমতি-
                রক্ত ঝরায় এই ধরাতে-ধ্বংস সোপান-
                             অস্ত্রে মাতি।


          হৃদরধরা চিলটে কথা-আকাশঝরা ফাগুন তাই-
                মহান প্রাণের সুবাস পেলাম-ছোট্র
                        তোমার কথায় ভাই।


          অমন ফাগুন গড়তে ধরা-প্রাণ আকাশের বিকাশ চাই-
                     তোমার দানের-পরম বানী-বন্ধু
                          আমি ভিক্ষা চাই।


            সেই বাণীতেই গাইবো আকাশ-প্রাণ সে ধরা বন্দনা-
                   দুষ্ট প্রাণের চপল মতি-করবো-
                            মতি প্রার্থণা।


প্রিয়কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "সফল ফসল-(ব্যঙ্গ)" কবিতার উত্তরে আজ রাত 10.24 pm কমেন্ট বক্সে লেখা কবিতা।


                             ভাটির টান


           হায়রে হায় পরান গেল-সেই দেশেতে ভাসিয়া-
                    ভাটির টানে যেই দেশেতে-আলোক
                             পরে ঝরিয়া।


               জোয়ার সেথা মন্দমতি-দুঃখ জাগায় প্রাণে-
                     দ্বেষ বিদ্বেষ হিংসা মতি-পরান
                             সদাই টানে।

               আলোক যদি স্বর্ণ ঝরায়-দুখের সে সুর তোলে-
                       স্বর্ণআলোক মন ভুলে ভাই-
                            সূর্যটাকেই টানে-


                যেমন তেমন টান নয় সে-ববির কিরন খোজে-
                      খুব্ধ রবি সেই টানেতে-তরিৎ
                               বেগে ডোবে।


                 সেই দেশেতে ফাগুনেতে-যুদ্ধ কথা বলে-
                        ফাগুনেরি লাল আলোটায়-
                               টানাটানি ধরে।


              এমন দেশটি ধরার মাঝে-খুজলে পাবে নাই-
                       আমাদেরই জন্মভুমি-সে
                              দেশ কানাই।


প্রিয়কবি মোঃ আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন(মঞ্জুবাক কবি) মহাশয়ার আসরে প্রকাশিত কবিতা "বর্ষা"র উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


                            রোসনাই


           অমন কেন বলছো ভায়া-বৃষ্টি কোন দোষ নাই-
                 দুষনেতে আবহাওয়া-তোমাদেরই-
                             রোসনাই-


               কারখানা ধুমা তারি-কার্বনেতে ভরা-
                 গ্রীন হাউজ এফেক্টেতে-গরম-
                            হোল ধরা।


           সেই গরমে সাগর শুষে-জল নিল সব হাওয়া-
                  ধুলার সাথে মিশে গিয়ে-শুরু-
                           কালো হওয়া-


              ঘন বাদল মেঘ যে ভাই-তোমাদেরি দান-
                   এখন আমায় দোষ কেন দাও-
                          ভাসিয়ে নিজের প্রাণ।


             একটু যদি সমঝে চলো-কাঁদবে না অমন-
                        দুষন রোধে প্রাণটি ধরো-
                              মন দাও আমন।


প্রিয়কবি সাফিন উজ জামান কবিতা হিসাব উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


আজকে আমি হাসছি দেখ প্রানটি ধরে আল্হাদে -
কালকে জানি বলবে সবাই-দে না ওকে কান্না দে।
আজকে আমি উড়ছি গগন-প্রাণ আকাশের ওই মিতালি-
কালকে জানি ফোরণ দেবে-করতে আমায় কালজানী।
আজকে আমি কৃষ্ণ কানাই-মধুর সুরে বাজাই বাঁশী-
কালকে জানি এই দুনিয়া-দেখবো আমি গয়া কাঁশী।
আজকে আমি মিলছি ডানা-দুর আকাশে ওই গগনে-
কালকে জানি দুষ্ট মতি ছুড়বে আমায় সেই আগুনে।
আজকে আমার প্রেমের দীশা-খেলছি আমি লাল ফাগুনে-
কালকে আমায় দেখিয়ে কলা-পালিয়ে যাবে ওই বেগুনে।
আজকে আমার রক্ত গরম-দীপ্ত শিখা সপ্ত তল-
কালকে আমার রক্ত দিয়ে রঙ্গিন হবে কূ হীন বল।
আজকে আমার মনটি আগুন-আমায় কেউ রুখবে না-
কালকে সকাল ভোরেই আগেই-ঘুচিয়ে দেব যন্ত্রণা।