মুক্ত্ মনের লেখা।
সরল তরল-গরল  উত্তরে উত্তরে ৯০ এর কোঠায়


বুলবুল আজ কি হলো রে-শিস কেন বাজাস না-
তোর বিনেতে মনটা আমার-কিছুই ভাল লাগে না।
মান করেছিস-তাই নাকি রে-মান ভাঙ্গাতে ছুতো খুজি-
কথার প্যাচে হয় বুলবুল-অনেক ভুল বোঝাবুঝি।
স্বাভিমান পরলে জাতা-সবাই অমন মুখিয়ে ওঠে-
শিসটি দিলে-রক্ত শরীর-অনেক সময় মাথায় ওঠে।
তাই বলে কি শিস বাজানো-অমন করে ছাড়তে হয়-
ভুলের দায় বোঝাবুঝি-মনটি মেনে নিতে হয়।
যা হয়েছে হয়েই গেছে-ফিরবে নাতো কাঁদলে অনেক-
নে-ওঠ বুলবুল মনকে জাগা-লক্ষ্য তো রে দুর অনেক।
দুঃখের দিনে ব্যাথার গান-করুণ সুরে বাজা না-
তুই বুলবুল চুপটি হলে-একটুকও ভাল্লাগে না।
দেখ বুলবুল ওই আসছে-একঝাঁক ওই কিচির মিচির-
ড্যাবড্যবিয়ে দেখ না বে-দরকার নেই চেঁচামেচির।
তাও কি জাগে মনটা তোর-আজকে তোর হলো কি!
মন খারাপের দিনগুলিতে-তাই বলে তুই কাঁদবি নাকি!
জীবন সরল তরল-গরল-অনেক সময় গিলতে হয়-
আঁধার পথে কান্না ছেড়ে-সাহস বুকে ধরতে হয়।
বোঝাবুঝির ভুলে অনেক-সহজ সরল গরল হয়-
তারি মাঝে হৃদয় ভুলে-ঊষার পানে চলতে হয়।
ভাবলি কি দিচ্ছি জ্ঞান-ছোট্ট করে শিসটি দিলি-
কর ব্যাঙ্গ তাও তো বাজা-ধরতে তান সুরগুলি।


প্রিয়কবি মুহাম্মদ জে এই  (রপ্পি) মহাশয়ের গতকাল প্রকাশিত অশালীন আত্মার মেয়ে কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
ওগো সুন্দরি


প্রেমাবেগে ভাবাবেগে অনুসারিত শব্দবুলি-
ঝাঁকে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে হৃদয় নিঃসরণ-
ওগো সুন্দরি-তোমারি অধরে প্রেমেরো সুধা রে-
লোচনো যুগলে পদ্ম কমলো লহরিত সুর তুলি।
তরঙ্গ বেগে ধাও-ওগো ওগো কোখা যাও-
ক্ষনিকো বিরতি দৃষ্টি ঝড়ালে-হৃদয়
আমারো বিগলিত প্রায়।
মম চিত্ত-রুধিত লহমা-নিঃশ্বাস ঘন ঘন ধায়-
প্রেমাবেগ ঘনায়ে বহ্নি উড়ায়ে-
লহমাতে কুড়ায়ে লইতে চায়।
ওগো ওগো সুন্দরি-হতে চলো সহচারী-
বায়ুবেগে মন ধায়। তরঙ্গ বেগে ধাও-
ওগো ওগো কোখা যাও-ক্ষনিকো বিরতি দৃষ্টি ঝড়ালে-
হৃদয় আমারো বিগলিত প্রায়।


প্রিয়কবি শ ম শহীদ মহাশয়ের মূর্খের কবিগিরি-২ কবিতার উত্তরে কমেন্ট বক্স লেখা


কবিতা।


ঠিক বলেছেন ঠিক বলেছেন-আধা পাগল হয়েই গেছি-
কাজ কর্ম পিছে ফেলে-
কাব্যগাঁথা লিখেতে থাকি-
দাঁত কপাটি কির মির কির-যখন গরম গরম লিখি-
হাতের তালে তাল মিলিয়ে-
ঝিলমিলিয়ে বলতে থাকি।
সুর লহরের নৃত্য যখন-হাতগুলো বয় তেমন করে-
রামকৃষ্ণ মডেল কভু-
কভু নেতার মতই-
সাঁজটি ধরে।
দুর খেকে লোক ভাবলে নাচে-বুড়ো খোকা কেমন করে-
পাগল না ভাই পদ্য লিখি-
এমন করেই হাত পা নেড়ে।


প্রিয়কবি প্রবীর চ্যাটার্জী মহাশয়ের গতকাল প্রকাশিত "কবিতা" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
শান্তির আশ্রয়স্থল


কবিতা শান্তির আশ্রয়স্থল-হৃদয় উৎসারিত ধ্বনি-
ধ্বনি প্রতিধ্বনিত হয় ছত্রে ছত্রে-
ছন্দে ছন্দে-তরঙ্গে তরঙ্গে বহমান
হৃদয় ও মননে-
স্নিগ্ধ প্রশান্তির তপোবন-হৃদয় করে হরণ।
কভু রাগি-
ফুলে ফুলে ওঠা ভীষন সে গর্জন-
মেদিনী চমকিত অশনি সঙ্কেত-
কভু অশ্রুঝড়া-
জলে ভরে দুনয়ন।
কবিতা তাই তো প্রাণ-
জোড়করে করি আহ্বান।