প্রিয়কবি খলিলুর রহমান মহাশয়ের আসরে প্রকাশিত সত্যি যদি শান্তি চাও কবিতায় আমার কমেন্টের পরিপেক্ষিতে তার কমেন্টের উত্তরে আজ কমেন্ট বক্সে লেখা কবিতা।


শক্তি দিয়ে ভক্তি-হয়তো কেনা যায়-শান্তি নয়-
শক্তি দিয়ে কেনা ভক্তি-তিক্ত অতিশয়।
অনেক ব্যথা অন্তরেতে-অভিশাপের বন্যা বয়-
হৃদয় দেওয়া সেই শাপেতে-ধ্বংস বীণা জেগে রয়।
তুই সু চি মারতে মানুষ-রক্ত নদী বইয়ে দিলি
হাজার হাজার লাসের সারি-অভিশাপের বন্যা নিলি।
আমি কবি ধিক্কার দি-শান্তি নোবেল তোর ওই হাতে
সেই হাতেতে দিলাম শাপ-পচে গলে দূর হতে।
নোংরা কীটের অন্তর তোর-মানুষের জাতই না-
তোর হিংসায় কাঁদছে ধরা-শিশু কিশোর কতই না।
শক্তি দিয়ে ভক্তি-হয়তো কেনা যায়-শান্তি নয়-
শক্তি দিয়ে কেনা ভক্তি-তিক্ত অতিশয়।
তোর ওই পাষান হৃদয় তলে-এক আকাশের অভিশাপ-
তোর দেশটা ধ্বংস হোক-এক হৃদয়ের দিলাম শাপ।


প্রিয় কবি এম এ সালাম মহাশয়ের আজ প্রকাশিত কলমের যুদ্ধ কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
অগ্নিশিখা


মসির চেয়ে অসি বড়-তা কি আর হয়-
অসি শরীর কাঁটে মসি হৃদয়।
ক্রোধের বহ্নি জ্বালায় প্রাণে-
এক হতে এক প্রশ্নবাণে-
ব্যথার প্রদীপ অগ্নিশিখা-তপ্ত লহু দেখায় দিশা-
দ্রোহের সঞ্চারণ।
মসির চেয়ে অসি বড়-তা কি আর হয়-
অসি শরীর কাঁটে মসি হৃদয়।
সঞ্চালনের সেই আগুনে-শক্তি বলে মসির টানে-
দীপ্ত শিখার প্রজ্বলন।
স্বাভিমানের সেই অনলে-হাজার হাজার লক্ষ প্রাণে-
সাম্য সত্য জয়োগান।
দীপ্ত ধরা আলোক ঝরায়-শক্তিসুধা আরাধনা-
অসির ঝলক মুচকে ফেলে-
মসির তানে মূর্ছনা।
লক্ষ কোটি অগ্নিশিখা-শহীদ হতে নেইকো মানা-
শক্তি সবল বুকে ধরে-
মসির সুরের আরাধনা।
মসির চেয়ে অসি বড়-তা কি আর হয়-
অসি শরীর কাঁটে-
মসি হৃদয়।


প্রিয়কবি শরীফ আহমাদ মহাশয়ের প্রকাশিত তিস্তার পাড়ে কবিতার উত্তরে কমেন্ট বক্সে সেদিন লেখা কবিতা।


তিস্তা আমার প্রাণের নদী-গান গেয়ে যায় কূল-
তিস্তা আমার নয়নমনি-ছাপিয়ে দুই কূল-
শ্রাবনধারায় পাহার জলে-টল টল গায় গান-
বাঁধ ভেঙ্গে দেয় হুলুস্থুলুস-ভাসায় হাজার প্রাণ।
তিস্তা আমার তাও বুকে রয়-জল সেচ ওই প্রণালীতে-
ক্ষরা দিনে জল দিয়ে যায়-
সোনার আলোক দেয় যে ক্ষেতে।
তিস্তা মায়ের আরাধনা-চিত্তে আনে সুখ-
গরীব দুঃখী জ্বাল ফেলে যায়-পেটের জ্বালা ভুক।
অনেক প্রাণের অনেক দানে-তিস্তা তুমি মাতা-
বর্ষাকালে তিস্তা মাতা-রূপটি সর্বনাশা।
আসছো তুমি আসছো ধেয়ে-পাহাড় বড়ফ যেথা-
তিস্তা তুমি কল কল কল-যেমন রূপোকথা।
তিস্তা তুমি দিচ্ছো তরিৎ-গড়ছো তুলে প্রকল্প-
অনেক বড় কর্মশালা-অনেক প্রাণের কল্প।
লক্ষ লক্ষ প্রাণের তুমি-লক্ষ চোখের আশা-
তাইতো ক্ষোভ নাই মা নাই-রূপ সে সর্বনাশা।


প্রিয়কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান মহাশয়ের আজ প্রকাশিত কবিতা কুয়াশার রাত কবিতা উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


হতাসা কেন!
কবিরা তো জানে দুখের পর সুখ আসে-
আঁধার ঘুচে আলো।
নয়ন তারায় অশ্রু মোছে-
যতযাবতি কালো।
হতাস কভু হয়না কবি-
রবির দীপ্ত কিরন বুকে-
কবিরা কি মরমে মরে-
দুঃখ এবং গভীর শোকে।
দাওনা তোমার হৃদয় খুলে-দৃষ্টি আমার দেখি-
কেমন আঁধার জমলো কত-
আসল নাকি মেকি।
হতাসা কেন!
কবিরা তো জানে দুখের পর সুখ আসে-
আঁধার ঘুচে আলো।


প্রিয় কবি শ্রাবনী সিংহ মহাশয়ার আজ প্রকাশিত মেরুন তারার ফুল কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
প্রনাম


আছে এখনও আছে
অনেক অনেক ভাল হৃদয়ের লোক-
এখনও আছে মানবতা এক পৃথিবী।
কোনও দিনও মুছে যাবে না।
তারা এগিয়ে আসে
যুগে যুগে কালে কালে-
তাই তো এখনো বেঁচে আছি
এক আকাশ আশা নিয়ে-
প্রনাম মানবতা।



প্রিয়কবি মনোজ ভৌমিক (দুর্নিবার কবি) মহাশয়ের লেখা ধর্ষিতা স্বাধীনতা কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


অনেক অনেক দুঃখ জমে মনের কোনে-
অনেক বেদনা।
ভাষনে বুলিতে ললাটো লিপিতে দূর্মন দূর্জনা।
মারিতং মুখীতং জগতং জগদম্ভা-
রূপিতং সাধুতং মধুরং কামকাজে রম্ভা।
হৃদয়ং কাদিত্ং কৃপানং উঠিতং-
মারিত্ং মন চাহে কুচুকাঁটা করিতং।
হতাশায় ভরে বুক-কান্নাতে ভাসে জল-
রক্তের আগুনেতে-লহুস্রোতে বহমান।
হিংস্রতা জাগে জাগে মনে-
খুন নিতে চায় মন-
ঘূর্ণিতে শতবল-
প্রতিঘাতে দিতে দান।