নেট কানেকশান বিচ্ছিন্ন হবার কারনে বিলম্বিত প্রকাশন। আন্তরিকভাবে দুঃখিত।
মুক্ত মনের লেখা-
নরাধম


হিংসার বদলে হিংসা-সে তো পশুত্ব-
মানুষের নাহি শোভা পায়-
ভগবান বুদ্ধের দেশে-
এ কোন মানবতা কথা কয়।
না না না-এ বর্বরতা এ নৃশংসতা
ঘৃনা অত্যাচার নিপীড়ন-
হে বিশ্ব মানবতা-তাকিয়ে দেখো-
এক পৃথিবী করিছে রোদন।
মন কেঁদে যায়-হৃদয় ঝরে-
আর্তনাদের করুণ ধ্বনি-
আকাশ বাতাস মুখরিত হয়-
অনুরণিত প্রতিধ্বনি।
এক পৃথিবী কেন দেখিলে না-
মানবতা কেঁদে ফেরে-
ঘাতকো সে সেনার দল-
আঘাত হানিতে দ্বারে দ্বারে।
আমি কবি লিখে যাই-কান্নাতে অন্তর-
দুচোখেতে ধারা বহে-
ধারা বহে ধারা বহে নিরন্তর।
মানুষের জাতি নহে-ভগবান বুদ্ধ-
হিংসাতে প্রাণে মেতে-
মেদিনীটা স্তব্ধ।
ক্রুরোতার সীমা নাই-আকাশটা ভেঙ্গে পরে-
পশুত্ব নরাধম-ব্যথা দেয় বারে বারে।
দিকে দিকে জেগে ওঠো-মনুষ্য মানবতা-
ত্বরা করো ত্বরা করো-
ধ্বংসতে দানবতা।


প্রিয় কবি ডলি পারভীন মহাশয়ার আজ প্রকাশিত আমি আর ফিরবো না কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
পারিজাত নন্দন


মান অভিমানে সিক্ত হয় ভালোবাসা-
অন্তর না জ্বললে প্রেম কোথায়-
জ্বলন দহন যত বেশি-
সে প্রেম তত উর্বর-খাঁটি সোনার মত।
সে মৃত্তিকায় ফসল
তরতর তরতর করে বেড়ে ওঠে-
সুপুষ্ট নধর।
পাঁকও ভালো হয় সে ফসলে-
স্বাদে ভরপুর-আহা!
প্রেম সে দরিয়া-তরঙ্গ লহরিত-
ক্ষণে ক্ষণে ফুলে ফুলে-
রাগিনী সে প্রবাহিত-উত্তাল উদ্দাম-
সহ্স্র লহরেতে সৈকতে দিকে দিকে-
ফেনা রাশি বহমান।
কখনো সে ঘূর্ণিতে-
যেন কেড়ে প্রাণ নিতে-অশান্ত গর্জন-
কভু স্নিগ্ধতা প্রশান্ত সে আচরন-
প্রেম সে তো পারিজাত নন্দন।


প্রিয়কবি এম এ সালাম মহাশয়ের আজ প্রকাশিত আমি যদি পরী হতাম কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
স্বপ্নলোকে


মনের পাখায় উড়তে মানা-
কেউ দিতে নাই বাধা-
পরীর দেশে ভেসে ভেসে-
খুজে নিতে রাধা।
রাধার সনে জ্যোছনা মেখে-
সোহাগ ধরো মন-
যেথা খুশি সেথা যাও-
স্বর্গ তপোবন।
পারিজাতের সেই দেশেতে-
স্বপ্নভুবন গড়তে চলো-
কেউ বাধা নেই কেউ বাধা নেই-
স্বর্ণসুখের কনক আলো।
স্বপ্নবিধুর কল্পলোকের-
আনন্দের ওই আঙ্গিনায়-
শুকসারি ওই সোহাগ মাখা-
স্বপ্নমধুর দরিয়ায়।
কেউ বাধা নেই-কেউ বাধা নেই-
মনোকাশে মিলতে ডানা-
অলীক কথা চিন্তা না হয়-
স্বপ্নলোকে নেইকো মানা।


পারমিতা৫৮(অনুরাধা) মহাশয়ার আজ প্রকাশিত আশার সমুদ্র কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
অতো সস্তা নয় জীবনটা


অতো সস্তা নয় জীবনটা-কঠিন জটিল অঙ্ক-
সিঁড়িভাঙ্গা এলজাবরার মতো-
কেই রাস্তায় জন্মে আমির হয়-
কেউ আমির হতে ভিখারী..................।।!
আমি তো চেয়েছিলাম ব্যাবসা-
কি করে যেন কবি হয়ে গেলাম-
স্বপ্ন নয় সত্যি-একমুহুর্ত
কাব্য ছাড়া ভাল লাগে না-
সাথে যোগ দিয়েছে বুলবুলি-হারামজাদা!
শালা-কবি বানিয়েই ছাড়লো আমায়।
নিয়তির কি খেল-তা কি বোঝে ইনসান!
বড্ড কঠিন অঙ্ক-জীবনটা-
অত সহজ সরল সোজা নয়।


প্রিয়কবি ডলি পারভীন মহাশয়ার এক্ষুনি প্রকাশিত মন পাখি কবিতার উত্তরে লেখা কবিতা।
বৃন্দাবনের সই


আয়না ফিরে দেখনা চেয়ে-
কোথা উড়ে গেলি-
শূন্য মনে ব্যথার সনে-
দুঃখ নিয়ে চলি।


আয় পাখি আয় বাঁধবো তোরে-
মনের দোরে আদর দিয়ে-
আয়না পাখি সোহাগ মাখি-
আয়না আয় টোপর নিয়ে।


তুই কৃষ্ণ আমি রাধা-বৃন্দাবনের সই-
তুই না হলে প্রেমের কলি-
কোন গগনে বই।


প্রিয়কবি ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) মহাশয়ের আজ প্রকাশিত জাদুকর কবিতার উত্তরে কমেন্ট বক্সে তার শুভ জন্মদিনে শুভকামনায় লেখা কবিতা।
শুভ জন্মদিন


হাজার সূর্যের দীপ্তিতে উদ্ভাসিত হোক অন্তর-
হৃদয় বাগিচায় খেলা করুক
গোলাপ বকুল হাস্নেহানা-
জুই শিউলি বেলী শতদল-
পাপড়িতে পাপড়িতে
অঙ্কিত হোক বিজয় গাঁথা-
এই শুভদিন আসুক
ফিরে ফিরে শতবার।
শুভ জন্মদিন।