আমার লেখা উত্তরে উত্তরে (পঞ্চম ভাগ) কবিতায় প্রিয়কবি কালকেতু মহাশয়ের কমেন্টের উত্তরে লেখা কবিতা


                    ভাষা নাই


       ভাষা নাই ভাষা নাই-কিছু কহিবার-
        যেতে হবে বহুদুর দিতে হবে পাড়ি-
                দুস্তর পারাবার।


           দূর্বার দুস্তর দুর্গম সে পথ-
              আকাশ কুসুম তো-
                     নয়-


       ঈশ্বর ধরা সনে-কবিতায় হাসি গানে-
          বিধান লিখেছে বিধির বিধাতা-
               ললাট ভুষন।


    তাই হাসি খুশি তুলি-কবিতায় মন ভুলি-
           দিবা কিবা রাত্রি-সহযাত্রি-
              কবিতাতে মন।


      কবিতাতে ঝড় তুলি-মন প্রাণ রং তুলি-
             দিবারাত অঞ্জলি-
                কবিতা্য়।


     দুই হাত জোর করে-ধুপ আলো দ্বীপ জ্বেলে-
           সেই দেশে পাখা মেলি-
                ভীষ্মের পণ।


     লখ্য সে বহুদুরে-সুদুরেতে কিনারেতে-
               ওইখানে মন।


প্রিয়কবি হায়শান সাবি(ছন্নছাড়া) মহাশয়ের আজকের কবিতা"বাস্তবতা"য় উত্তর দিতে গিয়ে লেখা কবিতা।


                         তমসা


   আঁধার ঘন নিকষকালো কে বয়স্থ বা কে হে শিশু-
             ঘনঘোর সে তমস রাতি-
               ধেয়ে আসে পিছু পিছু।


            ঘন তমসায় জীবনো সকরুণ-
                     শিশুপ্রাণ  
          পথো চেয়ে কাঁদে প্রাণে জ্বাল বোনে-
              আলকো রতনো অরুন।  


        ঘন কান্নারো রোল ছড়ালো দিকে দিকে-
        ঘন কুহেলীতো প্রাণ-অসনিত বায়ুবেগ-
                   আশাহত মন।


            জীবনো শরনাং দুর্মতি গতি-
             চঞ্চলো প্রাণ রুধিত বিকশ-
              বিকচিত প্রানো মতি।


    বিফলো হৃদয়েতে মদিরাং সম্বল প্রান হেতু-
          গরলো সমাহিত জীবনো দাহনো-
                    কালকেতু।


প্রিয়কবি ডাঃ প্রীতিশ চৌধুরি মহাষয়ের আজকের কবিতা "ছাতার প্রেম বৃষ্টির সাথে কবিতাতে উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা


                       প্রেমকাহিনী


          ছাতা ভাবে বৎছর-গগনেতে অন্তর-
     ভাবে মেঘ ধারা হয়ে-বরষনে ফোঁটা সনে-
      কবে সেই ধারা সনে রুমঝুম প্রেমোগানে-
                মিলনেতে প্রাণ।


      কলো ছাতি লাল ছাতি-ছোট ওই বর্ষাতি-
           হাটে কোনে তাকে তোলা-
               ভাবে কবে হবে-
                   খোলা-


   ধুলা প্রাণে কায়া সনে-ভেসে যাবে প্রমোগানে-
           সোহাগেতে সোহাগেতে-
            মলীন এ মনে মেতে-
                  অন্তর।


    কবে ছাতি হবে খোলা-হেসে প্রাণ কৃষকেরা-
         গানে মেতে কর্ষণে-লাঙ্গোলের ঘর্ষণে-
             হাতে ছাতি ধরা সনে-
                অবিরাম বর্ষনে-
                  পাণ।


          ছাতি তাই গায় গান-অবিরাম-
              ব্যথা বড় বুকে ধায়-
               রোদ্দুরে ঝলসায়-


      কালো ছাতি হয় ফিকে-চৌদিকে চৌদিকে-
            যেন প্রাণ চাতকেতে-
              অবিরাম যায় ডেকে-
                     বৃষ্টি।


আমার লেখা কবিতা উত্তরে উত্তরে (ষষ্ট ভাগ) কবিতার কমেন্ট বক্সে উত্তর দিতে দিতে কমেন্ট বক্সে লেখা। কবিতার শুরু হয়েছিল প্রিয়কবি আতাম মিঞার কমেন্ট বক্সে তারপর প্রিয়কবি মাহমুদ সোহেলের কমেন্ট বক্সে কিছুটা এগিয়ে শেষ হয়েছে প্রিয়কবি মনোজ ভৌমিক মহাশয়ের কমেন্ট বক্সে।


                         সুখোপাখি


         প্রেমসুধা কলি গানে-কলিগান হাসি সনে-
           দুস্তর সাগরেতে-হৃদ প্রান মাঝারেতে-
                 লহরেতে বারে বারে-
                  প্রেমসুধা ঝরে ঘরে-
                        আনন্দম।


   ভবহাটে সংসারে-বহু ব্যথা অন্তরে-গরলের কিনারায়-
         ওই ওই যায় উড়ে-সাতরঙ্গা রং ধরে-
      জীবনেরো খেলাঘরে-গগনেতে ডানা মিলে-
                   প্রভাতের রদ্দুরে-
                    প্রজাপতি গান।


      আহা!পরমো সে তৃপ্তিতে-দিব্য সে দীপ্তিতে-
                আলোগান প্রাণ মাতি-
                 কবিতারি সুখোপাখি-


         কাঞ্চনো কুন্তলো-শোভাতারা অঞ্জনো-
        ব্যথাতুরো অন্তরে-হাসি গান সুখোপাখি-
                কবিতাতে ছবি আঁকি-
                       সৌরভ।


        প্রেমসুধা কলি গানে-কলিগান হাসি সনে-
         দুস্তর সাগরেতে-হৃদ প্রান মাঝারেতে-
               লহরেতে বারে বারে-
                প্রেমসুধা ঝরে ঘরে-
                    আনন্দম।


     প্রেমোসুধা গানে মাতি -সুখোভাতিপ্রানোপাখি-
         জলো বায়ু বিদ্যুতে-অসনিতো সঙ্কেতে-
                নয়নেতে বারি ধায়-
                 কবিতায় কবিতায়-


    কভু প্রাণখোলা হাসি মাতি-চারুকলা ভানুমতি-
                 নন্দনো কাননেতে-
                      বিচরণ।


প্রিয়কবি খসা হক এর আজকের কবিতা উত্তরে উত্তরে (তামাশা) কবিতায় উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


                      ফুরুত


       হায় রে হায় দুঃখে গেল-পারনডা যে ভইরা-
              ভাইবা ছিন্তা কুল না পাই-
                 বইলতছে কি ভাইডা।


        আমাক কবি দিশাহাড়া-কোন কুইলে জাই-
             ব্যবাক কান্না গলার কাছে-
               ঝুইলা পইলো ভাই।


          পড়ইতে পড়ইতে-হ্যালায় ব্যাটা-
                 মনডা-যেডায়-
                     জাগে-


         ফুরুত করইরা লেইখ্যা ফেলাই-
                 কবিতারি ভাজে।


     গন্ধ দিয়া মাইখ্যা দিও-তুমার কবিতাডা-
            ফুরুত কইরা হইয়া জাইব-
                  মুনভুলানো-
                     কবিতা।