(প্রিয়কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজকের লেখা কবিতা "শালীনতা"কবিতাতে উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা)


                              প্রশ্ন


           বাঘ্র যেমত ঝাপিয়া পরে-মৃগ তরণ তরে-
               এমত জমিদার পুত হানা দিল-
                       সুশীলার ঘরে।


         বিহ্বল সুশীলা গৃহতে একদা-নাই কেহ আর-
                  ঝাপিল সে পুত-নখ দাত-
                      সবে করি বার।


         কাঁদিল সুশীলা-ইজ্জত মোরে দেহ দয়া দানে-
            কুপিত সে পুত অঙ্গান-কোন কথা-
                    নাহি তোলে কানে।


        ঝটপটি ক্ষন খানিক গড়িল-ক্লান্ত সুশীলা তনু-
              রাক্ষসো সনে অসম সে রনে-
                     যেন হারিয়া গেনু।


      চকিত সুশীলা বিদ্যুৎ সম কুরাল ঊঠায়ে হাতে-
                মুদিত নয়নে ছারখার করে-
                    সে দারুণ বজ্রপাতে।


     জমিদার পুত হোল ধরাশায়ী-প্রাণ গেল ছাড়ি কায়া-
              বিধান কি দিবে প্রশ্ন বিধাতা-
                         প্রভু বল দয়া।


প্রিয়কবি সুমিত্র দত্ত রায় মহাশয়ের আজকের কবিতা "ওরা থাকে ওধারে" র উত্তর দিতে গিয়ে কমেন্ট বক্সে লেখা কবিতা।


                              বুব্দুদ


       জীবন বড় কঠিন সাধন-কেউ জেতে কারো পরাজয়-
                 নিরব নির্ভীতে কাল হেথা=
                    কেঁদে যায় বারে বার।


        নিয়তির চেয়ে বড় কিছু নাই বিধান বিধাতার-
                  সুখ লাগি কাঁদি ফিরি-
                     দুর্বার এ দরিয়ায়।


        সত্যের বাণী হেথা কেঁদে ফেরে-জীবনো সীমানায়-
            হেথা অশ্রু বেদনার স্রোত-কুলুকুলু যায় বয়ে-
                       অসীমো যন্ত্রনায়।


              সিন্ধুর ও পার হতে-জল বিন্দুর বারি-
                    স্বপ্নিল মন দরিয়ায়-
                        হিসেব নিকেশ-
                            তারি।


          কাল বিন্দুতে বুব্দুদ সম জীবনো কাহিনী-
                উছালো পাথালো সে বিন্দুতে-
                      সুখ দুখ অভিমানী।


         আতুর ঘরের সুখ সীমানায়-দুঃখের বিছানো ডালি-
                  জীবন ধারার সে পথ বেয়ে-
                      দীপ্তির গগনেতে মিলি।


          সেথা অমৃত সুখধারা-শ্বাশত জীবনো গীতি-
                    পরমো ধাম সে-পরমো-
                           পরিচিতি।


        মর্তে অসুরো সম আচরনে-ভুলি দীপ্তিরো পরমো শিখা-
                   অনুভবে বুব্দুদ যায় ফেটে-
                       প্রানোলয় প্রভা।


প্রিয়কবি অনিমেষ দন্ডপাট মহাশয়ের আজকের লেখা কবিতা "সহজে বলো আপন মনে কথা" র উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা


                           সরলতা


       নিয়ম কানুন মনের ডোরে-শক্ত কঠিন বাক্য মিলে-
         সেই বাক্যে ভাবনা গুলে-খাবার নেইকো কাজ-
                 সহজ সরল বোলবো মোরা-
                     মিলবে আর্শীবাদ।


         ছন্দে সহজ বাঁচতে চাই-মুক্ত মনে উড়তে চাই-
                চাঁদ জ্যোছনা তারায় মেতে-
                      জ্যোছনা রাতে-
                      আলোর ক্ষেতে-


            সহজ সরল বাক্যে লিখে-বলতে মানা নাই।
                   নিয়ম নিয়ম নিয়ম নিয়ম-
                            নাই।


           নাই মানিনা নিয়ম কোন-বন্ধু সখা বলছি শোন-
         মনটি যখন ভাবনা নীলে-সুর লহরে আবেগ তোলে-
                  সেই আবেশে মনটি মাতে-
                         গল্প অফুরান-


         গড়গড়েতে যাই যে লিখে-সহজ সরল ছন্দ বুকে-
                   কল্পলোকের সেই যাদুতে-
                       স্বপ্নিল উড়ান।


        নিয়ম কেন ধরবোরে ভাই-বেনিয়মেই ভাবনা পাই-
           ঈশ্বরেতে মনটি মাতে-সাধনাতে সাধনাতে-
                   মনটি ওরে নীল আকাশে-
                      শুদ্ধ সহ্জ তাই।


প্রিয়কবি অনিমেষ দন্ডপাট মহাশয়ের লেখা কবিতা "আজকে সবাই নাচে" র উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা


                          আনন্দগান


       খোকন সোনার নাচ দেখে যে সবাই আত্মহারা-
               নাচের তালে -তালে তালে-
                     নাচছে বসুন্দরা-


       দোয়েল কোয়েল গাইছে গান-ছন্দ মধুর তুলে-
              নাচছি দ্যখো নাচছি আমি-
                 ছন্দেতে সুর তুলে।


     পেখম তুলে নাচছে ময়ুর-নাচছে তোতা পাখি-
              নাচ মধুরায় ডুবে গিয়ে-
                নাচের তালে পাখি।


     আঁধি তুফান দুর হোল যে সোনার নাচেতে-
             আকাশ তলে বৃষ্টি ঝরে-
                 ঝরঝর- নির্ঝরেতে।


       আকাশ বাতাস ফাগুন রঙ্গে-নৃত্যেতে মশগুল-
              হাসনেহানা জুই চামেলি-
                  ফুটলো শত ফুল।


প্রিয়কবি মোঃ মোজাম্মেল হোসেন এর আজ লেখা কবিতা "ঠিকানা"র উত্তর দিতে গিয়ে কমেন্ট বক্সে লেখা কবিতা)


                       ভুলভুলি


         জীবনটা ভুলভুলি ভুলে ভরা ভ্রান্তিতে-
       মায়া মোহ ছলনাতে-মরিচিকা প্রাণ মেতে-
                 শুধু নিরাশাই গল্প।


      সদা প্রবাহিত প্রাণ স্রোতে-ঢেউ ওঠে লহমাতে-
          বিষয়েতে মন লাগি-ক্রন্দনে হৃদপাখি-
                  সুখ নাই স্বল্প।


        শত আশা প্রাণে মেতে-বিষয়েতে আসয়েতে-
                 লাভ ক্ষতি রসায়নে
          -সে ধাধা জ্বাল বুনে-ছল বল প্রকরনে-
                    শঠতার বিকিরন


      আঁকা বাঁকা চোরা পথে-শোষনেতে শোষনেতে-
                   কালোধন আহরণ।


           কি হল রে লাভক্ষতি-করে শত বজ্জাতি-
                 দেহ মন তন সনে-
          শত ব্যথা টেনশনে-উচাটন হৃদমনে-
                   ফাঁকি দিল পাখি।


             পিছে পরে রয়-আসয় বিষয়-
                শোষনের কাঙ্কিত ধন-


       আগে ওই আলোগাড়ি-ধিরে ধিরে সবে চলি-
                  শ্বশানের সুশিতল-
                     ছায়াতল।