প্রিয়কবি ডলি পারভীন কবিতা কবর-উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
জান্নাত


পঞ্চভূতে মিলবে দেহ-আত্মা যাবে জান্নাত-
দয়াল প্রভু মিলন প্রাণ-ক্ষমা দিও প্রাণনাথ।
এই ধরাতে হিংসা দ্বেষে-হীন্যমনে অনেক পাপ-
যে কাজ দিলেন ভুলে গিয়ে-বাড়িয়ে তুলি ধরার তাপ।
শোক তাপ নাই-দীন দুঃখি-দিলেম ঠেলে দুরে-
উল্টাপানে দিচ্ছি দৌর-নিচ্ছি মুখ ঘুরে।
লোক ঠকানি ব্যাবসাদারি-তুলতে লাভের ধন-
ভালবাসা যাচ্ছি ভুলে-দুনিয়া কিংবা আপন জন।
ভুলছি প্রভু তোমার কৃপা-মন্ত্র বাণী প্রার্থনা-
লোক দেখানো ভিক্ষা দেই-চার আনি আর আট আনা।
মন্দিরেতে সাত সকালে-জ্বালাই মোমের বাতি-
দিন মানেতে হিসেব ধরি-কেমন কারে করবো ক্ষতি।
লাভের হিসেব তুলতে ঘরে-মানুষ মারা তাও ভুলিনা-
তবুও প্রভু কোরো ক্ষমা-শেষ যে আমার জাল জমানা!
জান্নাত চাই জান্নাত চাই জান্নাত চাই-
আল্লা আমি জীবন কালো
মরন কালে আল্লা আমায়-আত্মা দিবেন শুদ্ধ আলো!
পঞ্চভূতে মিলবে দেহ-আত্মা যাবে জান্নাত-
দয়াল প্রভু মিলন প্রাণ-ক্ষমা দিও প্রাণনাথ।


প্রিয়কবি যাদব চৌধুরী মহাশয়ের আজ প্রকাশিত অপরূপা কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
অনাসৃষ্টি


সৃষ্টির মাঝে অনাসৃষ্টি-দিলেন কেন বিধাতা-
কেনই দিলেন রূপই বা কেনই দিলেন মমতা।
ভালবাসা দিলেন যদি হৃদয় কেন দিলেন না!
রূপটি দিলেন ভালবাসি-মন কেনো সে বুঝলো না!
আকাশ দিলেন ফাগুন দিলেন বসন্ত কুহুতান
দিলেন কেন দিকে দিকে-কৌশল আর ঘৃন্য ছল।
ছল ছলনায় আকাশ কাঁদে-হৃদয় এলো বন্যা
ঝড় তুফানে ভালবাসা-ছল ছলনায় কান্না।
দুঃখে হৃদয় প্রশ্নবানে-বিধান তুমি বিধাতা
বিলাপ করি নিনাদ করি-ভাবনা তোমার ক্ষমতা।


প্রিয়কবি মনোজ ভৌমিক(দুর্নিবার কবি) মহাশয়ের আজ প্রকাশিত ভালোবাসা দিয়েছি কি ওকে? কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
বিস্ময়


আজকের দিনটাতে শুভাশুভ কামনাতে-বিস্ময়ে চেয়ে রই-
এযুগেতে কলকিতে-বিস্মিত ঘনঘোর-শ্রদ্ধাতে মাথা ন্যুই।
কে দিল রে ধ্বনি ওই-আকাঙ্খা কিছু নাই-
ভালবাসা দিয়ে শুধু হৃদয়েতে স্থান চাই।
দিকে দিকে ছলাকলা-বিষাক্ত বায়ু বয়-
ভালোবাসা অধোগতি-সে খাদেরো কিনারায়।
লুন্ঠনে চলে রাজ-ছোঁ দিতে মাতে বাজ-কামনার অগ্নিতে-
ঘর আছে ঘর নাই-ভালবাসা মতি দিতে।
কান্নায় ভরে হৃদ শ্বাপদের ধ্বনি গীত-ধন উপাসনা
সোনা দানা হীরে মতি-বাড়ি গাড়ি জ্যোছনা।
যাতনাতে হৃদ ভরে-গঞ্জনা প্রহশণ-
আরো চাই আরো চাই-যেন নিতে চায় প্রাণ।
ঘরে ঘরে দুখ ভরা-হিংস্রক দ্রোহ দ্বেষ-
অনলেতে ঠাসাঠাসি-ভালোবাসা অবশেষ।
কে দিল রে ধ্বনি ওই-আকাঙ্খা কিছু নাই-
ভালবাসা দিয়ে শুধু হৃদয়েতে স্থান চাই।
আজকের দিনটাতে শুভাশুভ কামনাতে-বিস্ময়ে চেয়ে রই-
এযুগেতে কলকিতে-বিস্মিত ঘনঘোর-শ্রদ্ধাতে মাথা ন্যুই।


প্রিয়কবি সৈয়দ আব্দুল মুঈদ আল মুত্তাকী মহাশয়ে বাদল ধারা (অনুকাব্য-৪৭) কবিতার উত্তরে লেখা কবিতা।
পরিত্রাণ


ঘরদোরে কোমর জল-নৌকা চলে গ্রামে-
ঘর বার দোর সব ডুবে যায়-বৃষ্টি অঝোর নামে।
পানির অভাব খাবার নাই-বাধের ওপর বইতে প্রাণ-
সইতে নারি সইতে নারি-কইতে নারি ভগবান।
তোর দোরেতে দুঃখ কেন-ভক্তি মোরা করি-
বছর বছর এমন দুখ-দিস রে পানি ভরি।
দান খয়রাত ব্যাবসা চলে-লুটোপুটির হাট-
মন্ত্রী নেতা-কেতা সেতা-ত্রাণের টাকার ভাগ।
ডাকছি মোরা এক পৃথিবী-দেবেই নাকি ভালো-
মোদের বিপদ পরিত্রাণে-ছড়িয়ে দিতে আলো।