Sanjay Karmakar


  · tfJu689m5spt1 nfnfsrmow2d  ·
ড. শাহানারা মশিউর


ভোর বেলাতে দোর খুলে দে
রক্তভেজা একুশ আজ,
ফিরে এসেছে!
প্রভাতফেরির গানে গানে
সে মহিমার ছন্দ আনে।
অম্বরের নীল অঙ্গে লিখি
প্রাণের বর্ণমালা।
একুশ তুমি অমর হয়ে
একুশ তুমি যাচ্ছ কয়ে,
বাংলা ভাষার আত্মকথা।


সঞ্জয় কর্মকার


বঙ্গ ভূমি বীরের ভূমি সাম্যতার ওই দেশ
নাই বেদনা নাই কো জরা নাইকো শতেক ক্লেশ।
এ দেশ রণের এ দেশ পণের ভাষার তরে রণ
তর্জনীর ঐ অগ্নি শিখায় মুজিব তার ঐ পণ?
বাতাস এ দেশ বার্তা তাহার সালাম রফিক ভাই
রক্তে তাদের এ দেশ স্নাত শ্রেষ্ট এ দেশ তাই।
ভাষার তরে জীবন বাজি কোন দেশে কে বলো
বীর সে দলে ভাষার তরে বুলেট বুকে নিলো!
এ দেশ বীরের ছিনিয়ে নেওয়া নয় কো দয়ার দান
ভাষার দিবস বিশ্ব জনায় বাংলারে দেয় মান।