আরেক ছেলে এলেবেলে
ঘুমায় পথে রাতে
হিমেল তার ঐ ছোবল সদাই
বিদ্ধ করে তাঁতে।


ওই দিনেতে সন্দেশেতে
আশায় জাগে প্রাণ
কম্বলের ওই নিদান শুনেই
শিরদাঁড়া হয় টান।


হাজার তারায় আলোয় ভরা
হন্যে হয়ে ছোটে
দয়ার দানের ভিক্ষে নিতে
আলোক হয়ে ফোটে।


হায় রে বিধি বিধান তব
হুড়াহুড়ির খেলা
করুণ রাগের মূর্ছনাতে
পুড়লো কপাল মেলা।


ঐ তো ছেলে! এলেবেলে
লাশ হলো আজ তাই
...
ভিঙ্গি নাচে গাজন তলে
প্রাসাদ ভূমে রাঈ।