কাশতে গিয়ে লাগলো বিষম হাঁচি
একটু পানি গলায় দে না, পারলে পরে বাঁচি।
বজ্র ফাঁদে জীবন যদি-পতন খাদের তলে
খুর কুটো যা হাতের কাছে, ধরছি ও মা বলে।
তাই বলে কী মারবি তালি, মারবি ও রে খুড়ো!
বাঁচলে জীবন দাওয়াত দিব ইলিশ মাছের মুড়ো।
খাবি দাবি করবি দাবি মাংস খাসির খাসা
তাও-ও দিব আর দিব কই খাবার শেষে রসা।
বকম বকম কর না আজি ভোট এসেছে কাছে
জিতলে দিব দাওয়াত খানা ভোট খানা দে হেসে।