আমরা হলেম মানুষ জাতি
পশুর চেয়েও বেড়ে,
শিশুকালেই অবোধ থাকি
হইলে পরে ধেড়ে-


ধনের প্রীতি কাব্য গীতি
বিষয় আসয় পণ,
আমরা হলেম পশুর বেড়ে
হিংস্র জনগণ।


তোমরা যতই গাওনা গীতি
প্রীতির কথা কহো
ধার ধারি নে ওসব মোরা
আমরা করি দ্রোহ।


দ্রোহের মোহে দাঙ্গা ফ্যাসাদ
সেই পথেতেই চলি
ভুলছো কেনেই কবির কলম
যুগটা এখন কলি।


(আমার করা ইংরেজি অনুবাদ)
Sanjay Karmakar
17h  ·


We the man are more brutal than animal
we are the human,
We are innocence  in childhood only
and then-
We sing the song of wealth
that is our passion,
we are much more than animal
in each and all dimension.
No matter how many songs you sing
talk about love and compassion
don't care we are
we like to commit treason.
Riots in the passion of betrayal
we like it all-
why did you forget oh poet
in the era of koli it is our
destination.