ওরা বড়ই স্বার্থপর,এইনা পৃথিবীতে,
স্বার্থ ছাড়া চলেনা ওরা,প্রতি দিবারাতে
স্বার্থ ছাড়া চলেন যিনি,তিনিই তো মানুষ,
স্বার্থের জন্য ওরা,হারিয়েছে হুশ।


ওদের কাছে স্বার্থ যেন,রক্তের চেয়ে দামি
স্বার্থ ছাড়া যেন ওরা,ফেলেনা কদমখানি
জ্ঞানী,গুণী,মনিষীরা হয়না স্বার্থপর
তাদেরকে দেখে তুমি শিখো বারবার।


মানুষ যদি হতে চাও,স্বার্থহীন মনুষ হও
পরের স্বার্থের জন্য তুমি,নিজেকে বিলিয়ে দাও।
তাহলেই হবে তুমি,আসল মানুষ
আরো তুমি ফিরে পাবে,হারিয়ে যাওয়া হুশ।


সকলের কাছ থেকে,পাবে ভালবাসা
সবাই আবার তোমায় নিয়ে,করবে অনেক আশা।
তাই তুমি আজ থেকে,স্বার্থটাকে ছাড়ো
আসল মানুষ হওয়ার জন্য,হৃদয়টাকে গড়ো।


স্বার্থযুক্ত ভালবাসা বুঝবে একদিন লোকে,
সেদিন তুমি তাদের কাছে,যাবে একটু ঠকে।
তাই আজ থেকে পণ কর,ভাল মানুষ হব
হৃদয়ের সকল স্বার্থ বিলিন করে দেব।


দেখবে তুমি হয়ে গেছ,সবার কাছে প্রিয়
সবাই ভাল বাসবে তোমায়,করবে না কেউ হেয়।
স্বার্থছাড়া মানুষ হব,এটাই করি পণ
সবার মাঝে ভেসে রবে,আমার সাদা মন।


রচনার সময়:০৯/৫/২০১৭ ইং
রোজ:মঙ্গলবার
সময়:সকাল ৯ ঘটিকা।