এক যে ছিল রাজকন্যা
থাকতো স্বপ্নপুরে,
তাহার আইন ভঙ্গ হলে
কাঁপতো সবাই ডরে।


গরিব দুঃখীর জন্য তাহার
ছিল ভালবাসা,
দুঃখী মানুষকে বিলিয়ে দিতো
ধন সম্পদের বাসা।


রাজকন্যা বলতো কথা
সবার সাথে হেসে,
রাজ্যটাকে দেখতো ঘুরে
নীল আকাশে ভেসে।


নীল আকাশের সাথে তাহার
ছিল অনেক ভাব,
মিথ্যে বলে তাহার কাছে
পাবে নাতো মাফ।


নীল আকাশের তাঁরা দেখে
রাজকন্যা কয়,
ঐ তাঁরাদের ছিনিয়ে নিতেও
নেইতো কোন ভয়।।