বিধাতার জন্য সৃষ্টি, তাতে সৃষ্ট তুমি
আর তোমার জন্য কবিতা।


কখনো কি দেখেছ নিজের চন্দ্রমুখটি...
চাঁদনী রাতে পাতার ফাঁক গলিয়ে জোৎস্নার অমীয় সুধা
শিশির ভেজা ঘাসের উপর লুটোপুটি খায়
আর তাতে ভেসে উঠে তোমার মুখখানি।


একবার মনের জানালা খুলে দেখ
পিপাসার্ত  আমায় সিক্ত কর
আমি যে তোমার মাঝে বিলীন,
তোমার চোখে কেন আজ
আমি হই উদাসীন?