দুপুরের প্রখোর রোদ উপেক্ষা করে
ফিন ফির করে ছলছে আমাদের বাইক,
আমরা তিন জন পাহাড় নদী পারকরে চলছি,
আমি শুধু জানি গন্তব্য কত দুরে,


ঘড়ির কাটা টিকটিক করে চলছে
দ্রুত গতিতে চলা বাইক টাও যেন মন্থর মনে হচ্ছে
আমি যেন আরে দ্রুত ছুটতে চাইছি
হতে চাইছি তোমার কাছা কাছি।


ঘড়িতে সময় ৩টা ৩০ আমি তোমার উঠোনে দাড়িয়ে
খুজছি তোমার এদিক ওদিক তাকিয়ে
তুমি কই? তোমাকে কেন দেখিনা?
তবে!  তবে কি এটা ভুল ঠিকানা?


আমি তোমার স্মৃতি তোমার স্পর্শ খুজছি
সবইতো ঠিক ঠাক তবে তুমি কই?
যারজন্য শতমাইল অতিক্রম করে এলাম সে কই?
প্রশ্নে তোমার চারপাশ থইথই, তুমি কই?


তোমায় দেখতো ব্যাকুল আমি
শুধু চঞ্চলতাই বাড়ছে,
তোমার অপেক্ষায় আমার গলায় জল নাহি যাচ্ছে
বড্ড বেশি আসহায় আমার লাগছে।