চাকরি যেন সোনার হরিণ
কোথায় খুজে পাই,
অনেক সময় হাতে আছে
তবু কোন কাজ নাই।


অভিগ্যতার ভারটা শন্য আছে
অভিনয় শুধু করে যাই,
একেক সময় একেক চেয়ার
আমার বলে কিছু নাই।


বন্ধুরা সব চলে গেছে অনেক ব্যস্ততায়
আমি শুধু পরে আছি একাকিত্ততায়,
আপন করে চাই যা হারিয়ে যায় তা শুধু
এবার চাকরিতে ইচ্ছে রাখবোনা কিছু।


আমিও পারি কিছু করতে,
সময় হয়তো লাগছে একটু,
একদিন আমারও চেয়ার হবে
চাকরি ও চেয়ার দুটোই রবে।


সবার সাথেই মিসে যাবো
আমিও একদিন চাকরিজীবী হবো।
রইবেনা কোন পিছুটান
ব্যস্ততায় পাব নতুন প্রাণ।