তুমি আসবে বলে কত কথা জমিয়ে ছিলাম,
কত সব কিছু যে কথা, কত অজানা কিছুর গল্প,
কত নতুন দিনের কথা, কত পুরানো সৃতি,
হাসি,কান্না,আনন্দ,বেদনা বিজরিত কথার মালা,
সারা রাত ভরে তোমার সাথে কথা বলার ছিল।
কতদিন ধরে অপেক্ষার প্রহর গুনে তোমার জন্য কথা গুছিয়েছি,
নকশী কাঁথার মত করে রং বেরংএ সাজানো কথার মালা।


তুমি আসলে,অনেক ব্যস্ত তুমি, আমাকে সময় দেবার সময় কই,
কতদিন পরে তোমার সৃতির কাছে তোমার আগমন,
আমি বারবার তোমাকে বলছি, একটি রাত চাই আমার,
একটি রাত, তোমাকে কথার মালা দেবার জন্য
অপেক্ষা করেছি বারবার, তুমি সময় দেবেই এক বার,
ভুলেই গিয়ে ছিলাম তোমার তো এখন হাজারো ব্যস্ততা
একটি রাত আমাকে দেবার সময় কই তোমার!?
একটি রাততো আর সোজা কথা নয়।


বলা হলোনা রাতভর কথা, দেওয়া হলোনা কথা মালা,
দেখা হলোনা আবার কোন নতুন ভোর এক সাথে,
তুমি শুধু অপেক্ষার প্রহর বাড়িয়েই চললে,
আমার কথা গুলো আর কোন মতেই তোমার কানে পৌছায়না।


দেখতে দেখতে তোমার বিদায় সময় হয়ে এলো,
আমার অপেক্ষার সেই রাত আর এলোনা
দেখা হলোনা কোন ভোর এক সাথে আবার
বলা হলোনা সেই একটি রাতের কথা। ।