রাত তখন একটা, চারদিকে নিদারুন একাকীত্বতা,
কোথাও কোন শব্দনেই, সবাই নিদ্রাচ্ছন্ন
শুধু ঘড়ির কাটা টিক টিক করে জানান দিচ্ছে
সে প্রতিনিয়ত সবার জীবন থেকে সময় কেরে নিচ্ছে
হারানো সময়ের সৃতি বুকে নিয়ে জেগে আছে শুভ্র
কখনো কোনদিন তার জীবনে কোন নতুন ভোর আসবে
নতুন ভোর, শান্ত সকাল, চারদিকে শুভ্রতার প্রতিচ্ছবি
এমন ভোরের অপেক্ষা প্রতিটা রাতেই তার
রাত গুলো নির্ঘুম
সৃতির হাত ছানি তাকে বার বার ডেকে বলে
" আমি আসবো,অামি আসবো আবার কোন দিন,
হয়তো কোন শেষ রাতে, নাহয় কোন শান্ত সকালে,
আমি থাকবো বেচে থাকবো, তোমার মাঝে"।
তুমি রাখবেনা আমায়?  তোমার কাছে
আমি থাকতে চাই তোমার মাঝে, তোমার কাছে
আমি আসবো আমি আসবো আবার তোমার কাছে "
সে যদি আবার ফিরে যায়, আবার হরিয়ে যায়,
ভয়টা বারবারই উকি দেয় শুভ্রর মনে
তারতো আসার কথা শেষ রাতে, শান্ত সকালে।
তাই প্রহর গুনছে, সৃতি ফিরে আসাবার,
আবার  কোন শান্ত সকালে
নাহয় কোন এক নতুন ভোরে।