ভোর, রাত জাগা ভোর
অপেক্ষার রাত শেষে নতুন সকাল।
এ যেন নিত্য রাতের ব্যাপার
প্রতিটা রাত ভোর হবার অপেক্ষায়।
কত রাত জেগে আছি নতুন ভোরের জন্য
একটা নতুন ভোর
ভোর প্রতিটা রাতের পরেই আসতে থাকে
রাত জেগে ভোর দেখি।
নতুন ভোর কই?
যার আপেক্ষায় আছি,
যে আসবে বলে এত রাত জাগা
সেকি কখনই দেবেনা দেখা
পাবনা নতুন ভারের সুর
নাকি সবই আমার ঘোর
আয় ভোর আয়
আমি তোরই অপেক্ষায়।