এই শহরটা জানে আমার কোন বন্ধু নেই, নেই কোন গল্প বলার সাথী, আছে শুধু কল্পহীন স্বপ্ন।
জীবনে চলার পথে,যাদের জেনেছি বন্ধু বলে। তারা আমার বন্ধু নয়,পথ চলার সাথী।


সত্যি বলতে,এই শহরে আমার কোন বন্ধু নেই।


এই যে আমি ক্লান্ত সফর শেষে গল্প বলার ইচ্ছে জাগে,যেমন “তারারা চাঁদের সাথে গপ্পো বলে” তেমন কোন বন্ধু নেই।


একলা দুপুর উপুড় হলে,দিন ফুরালে সময়ের সাথে যত্ন করে ভালোবাসবে, তেমন কোন মানুষ নেই।


আগলে রাখা মায়ার মতোন, জমিয়ে রাখা ফুল গুলোর গল্প বলার কোন বন্ধু নেই।


এই শহরে হারিয়ে গেলে, নিরুদ্দেশ এক পথিকের মতো সন্ধান করার বন্ধু নেই।


এই শহরটা জানে আমার কোন বন্ধু নেই।