ধনলিপ্সা
সেখ কামারুল ইসলাম


তরতরিয়ে বহিয়া যায় তরী জলাশয়ে,
চারিদিকে শুধু তার ভরা থাকে থৈথৈ জলে।
তবুও মাঝি-মাল্লারা সবে থাকে বরাভয়ে,
প্লবতায় ভাসিয়ে বেড়ায় একুল-ওকুলে।


তলের জল প্রয়োগ করে উর্ধ্বমুখী বল,
শুভযাত্রা বয়ে আনে ভেসে থাকবার ফলে।
নৌকা ডোবার কারনও যে ঐ একই জল,
তরীর অন্দরে জলে ভরে জলমগ্ন হলে।


ধন-সম্পদ আসে কাজে, হৃদয়ে না নিয়া,
স্বাচ্ছন্দ্যের জীবনে স্নিগ্ধতা আনয়ন করে।
ধনলিপ্সা হৃদয় মাঝারে ঢুকি, ঝরে হিয়া,
মানবের সব ধ্বংসের কারন হয়ে পড়ে।


ধন-সম্পদে তার বাড়ায় হৃদয়ের ভার
সীমাহীন অন্তর পীড়া ছড়ায় সারা দেহে
বয়ে আনে পরিনতি লাঞ্ছনা অনিবার
এ পীড়া মিটে যবে সে দেহ মেশে মাটি-গেহে