দিন রাত শুধু    
        ছুটে চলি, ছুটে চলি।
একটু থামিয়ে
        কেউ তো বলে না -
              আয় দুটো কথা বলি।


কেউ হত যদি
        একটু দরদী,
              খাঁটি বন্ধুর মতো
শুনতে, শোনাতে
       মনে কথা আছে যত -
হয়তো তাহলে
       দুই দন্ডের তরে
কিছুটা স্নিগ্ধ
       শান্তির ছোঁয়া
             লেগে এই অন্তরে
ভ'রে যেত যত
       হৃদয়ের অলিগলি।
ডাক দিয়ে হায়
       কেউ তো বলে না -
              আয় দুটো কথা বলি।


তাই তো না বুঝে
       চলি পথ খুঁজে
             নিয়ে শুধু ব্যাকুলতা।
থমথমে ঝড়ে
      গুমরেই মরে
             হৃদয়ের যত কথা।
কাউকে কখনো
       হয় না তা বলা
হয় নিষ্ফল
       যত পথ চলা
ঝ'রে ঝ'রে যায়
       কত যে না ফোটা কলি।
চাতকের মতো
       খুঁজি অবিরত
যেতে যেতে লোক
       মেলে যেথা যত
ডেকে যদি বলে
       কেউ অন্তত -
            আয় দুটো কথা বলি।
            ------×-------