নব্য যুগের কাব্য নিয়ে যতই চলুক তরজা।
ছন্দ আমার বন্ধ মনের দেয় যে খুলে দরজা।
হয়তো লোকে লেখার ঝোঁকে অনেক রকম লিখছে,
সেই কবিতা বিতর্কিতা, সত্যি কি তা টিকছে?
খুঁজলে সেথায় পাঠক কী পায়? মন কি লেখায় দুলছে!
পড়লে পরে মন কি ভরে! ক্ষনিক পরে ভুলছে।
ছন্দ ঝরা কাব্য ছড়া হয় না গড়া আর তো,
লিখলেও কেউ তুললেও ঢেউ, নেই সে কদর তার তো।
নব্য যারা, করলে তারা ছন্দ মিলের চেষ্টা
হয় কি ভালো, খুব জোরালো! সাধ মেটে কি শেষটা?
রয় সেখানে ছন্দ পতন, মনের মতন হয় না,
অনেক সময় মিলগুলি হয় গোঁজামিলের গয়না।
ছন্দ মিলে কে হালফিলে তেমন ছবি আঁকছে?
নিখুত তা কি হচ্ছে, নাকি লেখায় ফাঁকি থাকছে!
নব্যদের আজ যেমন মেজাজ, যেমন ধাঁচে লিখছে
সেই কবিতা বিতর্কিতা, সত্যি কি তা টিকছে?
             --------------