আদৃতা হে কবিতা    দেবী
তোমার ভক্ত কত! কেউ ধীর সংযত
        আর কেউ কিছু বেহিসেবি।
নানাবিধ ভঙ্গিতে, ছন্দে ও গীতে
এলো পুজো দিতে।
একা ব’সে কেউ তরুতলে
ছন্দের মালা গেঁথে পরিয়েছে গলে।
ঝড় হয়ে ধেয়ে এল কেউ ভীরু জনতার দিকে
আগুন ঝরানো বাণী লিখে।
পথে ঘাটে দেখে অপরাধী
তাদের রুখতে চেয়ে কেউ কেউ হল প্রতিবাদী।
আবার কোনো সে কবি পুরোনোকে ফেলে
আধুনিক ভাষা আর ভাব দিল মেলে।
সেকেলে সে ছন্দকে ঝেড়ে ফেলে দিয়ে
এল কড়া গদ্যকে নিয়ে।
কবিতায় রুক্ষতা, দুর্বোদ্ধতা
দেখে যেন চমকালো পাঠক আর শ্রোতা।
এতকাল এত রূপে হে দেবী তোমাকে
সাজালেও কবি তবু বিরত কি থাকে!
এখনো নতুন মালা গাঁথে নব কবি
না হলেও গুরুদেব রবি।
সেই দলে আমিও তো আছি,
প্রিয় দেবী, যদি পারি যেতে কাছাকাছি।
জানতে ইচ্ছে বড়,
        কখনো বা দয়া ক'রে হয়ে বেহিসেবি
প্রসন্ন হয়েছ কি এতটুকু দেবী!
         ---------