হাট বাজারে বেরসিকের ভিড় যে দিকে দিকে,
রসিক শ্রোতা না মিললে হায় লাভ কী তবে লিখে?
কাব্যেরও চাই বিপণি ভাই, চাই যে বিকিকিনি
সহজ তো নয় কাব্য লেখা, নয় তা ছিনিমিনি।
সবাই যদি ভাবতে থাকে কড়িতে লাভ ক্ষতি
কী হবে হায় আপনভোলা কবির তবে গতি!
কবির মাথায় ছন্দ ঘোরে, মনে ভাবের খেলা,
অন্য কাজের ভাবনা ভুলে যায় কেটে তার বেলা।
সবাই নানান পণ্যেরই আজ সওদা যদি করে
শুষ্ক জীবন কেমন ক'রে স্নিগ্ধ সুধায় ভরে!
আগে মানুষ সময় খুঁজে কাব্য সভায় যেত,
ছন্দ রসিক কবির দলও যোগ্য সুনাম পেত।
এখন যেন কবির চেয়ে অন্যরাই নামী
বেশির ভাগের কাছে কবির নেই যে তেমন দামই।
বলতে হবে কবিদের আজ তাই তো সমস্বরে
কবিদের হাত ধ'রেই সমাজ এগোয় যুগান্তরে।
                 _________