সস্তা লেখায় করতে আদায় পাবলিসিটি
দাও বাঁধিয়ে দ্বন্দ্ব, কথার খিটিমিটি।
সুড়সুড়ি দাও, লোককে নাচাও বুদ্ধি ক'রে,
সাজাও যত বিতর্কিত শব্দ ধ'রে।
বাহবা তাই শুনেই দেবে স্তাবক যত
সুযোগ খুঁজে, হোক তা হুজুগ, অসংগত।
তাইতে যেমন বিপক্ষ দল দৌড়ে যাবে
বিপুল মানুষ তোমার মতের পক্ষে পাবে।
কাজেই তোমার ভয়টা কী আর, দেখায় TV
তুমি কেমন তুখোড় নিপুণ বুদ্ধিজীবী।
থাক বা না থাক লেখায় সে গুণ, হয় তা হিট-ই
থাকলে বিপুল সস্তা বা চিপ পাবলিসিটি।
               -----------------