বিচিত্র এই জীবনের পথে
আমি এক মুসাফির
চঞ্চল মন ছোটে অকারণ,
ক'রে তোলে অস্থির।
হয়তো আলসে ছোট গৃহ কোণে
ছিল সুখে, ছিল বেশ।
হঠাৎ কী হল, কার ডাক শুনে
হল সে নিরুদ্দেশ।
গিরি পথে নদী ছোটে নিরবধি
শুনে সাগরের ঢেউ,
তেমনি আমার মন ছুটে চলে
কোথায় জানে না কেউ।
কখনো বা ডাকে বনপ্রান্তর
ডাকে দুর্গম পথ
মত্ত আবেগে দুর্বার বেগে
সুদূরে ছোটাতে রথ।
মান অভিমান যত পিছুটান
নিমেষেই প'ড়ে রয়।
উতলা অধীর মন গেয়ে ওঠে -
জয় অজানার জয়।
মাঝে মাঝে তাই আমি যে হারাই
ছেড়ে ছোট স্নেহ নীড়,
চ'ড়ে মনোরথে অজানার পথে
হয়ে যাই মুসাফির।
     --------------