কালও ভীষণ গরম ছিল
      আজকে ভীষণতর।
জ্যৈষ্ঠে রোজই  কষ্ট বাড়ে
       লোক যে মরমর।
প্রাণী জগৎ দগ্ধ দিনে,
       নিদ্রা হারা   রাতে;
আষাঢ় কবে আসবে  তারই
       ব্যাকুল প্রতীক্ষাতে।
আকাশ জুড়ে ছন্দে সুরে
       ঝরলে শীতল ধারা
আনন্দে আর গন্ধে নব
       জাগবে প্রাণের সাড়া।
                🌾