একথা তো জানি আমি
          ছোট সব চাইতে,
না হয় হলামই ছোট
          হলটা কী তাইতে !
ছোট ব'লে কারো চেয়ে
          বুঝি কিছু কম কি !
ভুল যদি ক'রে ফেলি
          দাও কেন ধমকি?
তোমরাও বড় যারা
          করছ না ভুল কি !
তাতে কেউ কান মলে !
          কেউ টানে চুল কি?
ছোট বড় সকলেরই
          ভুলচুক হয় তো,
সেটা কোনো গুরুতর
          অপরাধ নয় তো।
তাই যদি ভুল করি
          বকাবকি আর না,
সংসারে নানা কাজে
          ভুল হয় কার-না?
ছোট ব'লে মারবে না
          কথা তবে দাও-না,
হাসিখুশি থাকি আমি
          তোমরা কি চাও না?
শিশু হয়ে ক'দিন আর
          ছোট পায়ে ছুটব,
এই ছোট আমিই তো
          বড় হয়ে উঠব।
    ------- x ------