কেউ বলে, আমি    লিখি নাকি বেশ,
            কেউ বলে আমি সেকেলে।
কবিতায় শুধু ছন্দই ওঠে,
            ফোটে না তো ভাব একেলে।
নিছকই স্বভাবে, নয় তো বা ঝোঁকে
        আঁকড়েই আছি সেধে পুরোনোকে,
সেই কালটাকে পড়েই না চোখে
            বাকি জনগণ যে-কেলে।
শিকলে জড়ানো বিকল হৃদয়ে
            নেই ভাব কোনো একেলে।


কবিতাকে দিতে মুক্তি সহসা
            এসে এ নতুন শতকে
সেই পুরাতনী প্রবাহে না ভেসে
            লিখেছে দাপটে কত কে !
পারি না ছোটাতে আমি কেন তবে
          রথটি আমার মহা কলোরবে,
ঘুমপাড়ানিয়া ছন্দে কী হবে!
            তার কাছে রবে নত কে?
বিদ্যুৎ গতি উদ্ধত অতি
            চমকানো নব শতকে।


সচেতন যত কবিদের ভিড়ে
            তবুও তো আমি রয়েছি।
ছন্দেই নাচি, ছন্দেই বাঁচি
            সে নেশায় কবি হয়েছি।
কবি বা অকবি যে যা বলো শুনি,
        হইনি তো নামী, নই বড় গুণী।
ছন্দ ও মিলে বহে সুরধুনী
            নিজেও সে স্রোতে বয়েছি।  
ছন্দেই নাচি, ছন্দেই বাঁচি,
            ছন্দে লালিত হয়েছি।


ছন্দেই গেঁথে কথাকলি দেখি
            প’ড়ে কারো ভাব জেগেছে,
আসরেরই কিছু আধুনিক কবি
            বলে দাদা, বেশ লেগেছে।
উচ্ছাসে তারা বলে সাধু, সাধু,
       বলে নাকি পেলো ছন্দের জাদু,
যদিও তা কারো লাগে সুস্বাদু
            কেউ দেখি তবু রেগেছে।
করব কী, অতি সহজাতভাবে
            ছন্দ যে মনে জেগেছে।
           ---------------