কেউ বা বলছে    দেখে
কেশগুলি    গেছে পেকে,
আমি নাকি    হয়ে গেছি বুড়ো।
ক'রে এত লেখালেখি
কিছু খাঁটি, কিছু মেকি,
সখ কেন মিটল না পুরো !


তাদের কী ক'রে বলি
আজও আমি পথ চলি
খোলা রেখে চোখ কান দুটি।
পাখিরা উঠলে ডেকে
দেখি    উঠে ঘুম থেকে,
কাননে ফুলের ফোটাফুটি।


এখনো বরষা এলে
দেয় মন পাখা মেলে
পুলকিত ময়ূরের মতো।
বর্ষার তালে তালে
কাব্যিক মায়াজালে
ছন্দরা ঝরে অবিরত।


আবার ফাগুন মাসে
প্রাঙ্গণে যেই হাসে
কিংশুক পলাশের রাশি
হৃদয় খুশিতে দুলে
খোঁজে   স্থান কাল ভুলে
মায়াবিনী প্রেমিকার হাসি।


তাই   যদি টিকে আছি
ছন্দেই যেন বাঁচি
আনন্দে মন প্রাণ ভ'রে
তাজা নবীনের মতো
মেতে উঠে অবিরত
বুড়ো হাতে লেখনীটি ধ'রে।
   ---------------