.    কত যে সুর বাজল বুকে
    🌻°°°°°°°°°°°°°°°°°°°°🌻
                              
সেই যে কবে তোমায় আমায়
                 বেঁধেছিলাম ঘর,
দীর্ঘ দিবস, অনেক বছর
                কেটেছে তার পর।
মান অভিমান দুঃখে সুখে
                কত যে সুর বাজল বুকে,
একে অপর জনের চোখে
                হয়েছি সুন্দর।
অনেক সুখের আশায় দুজন
                বেঁধেছিলাম ঘর।


স্বপ্ন সম সে সব মনে
                দেয় যে উঁকি আজ
ক্লান্ত তনু   করতে গিয়ে
                যখন বহু কাজ।
পড়ন্ত এই শ্রান্ত বেলায়
                চ'ড়ে মধুর স্মৃতির ভেলায়
উদাস হয়ে মন ভেসে যায়
                প'রে অলস সাজ।
হয়ত দেহ ক্লান্ত তবু
                হয়নি সকল কাজ।


এখন তুমি বিহান বেলায়
                বাঁধতে ব'সে চুল
সাধের খোঁপায় গাঁথো না আর
                আগের মতো ফুল।
তবু চেয়ে তোমার পানে
                আজও আমার মন না মানে
সুর বাজে কোন্ অতীত গানে,
                কাজ হয়ে যায় ভুল।
নতুন ক'রে, ভাবি আবার
                চয়ন করি ফুল॥
         ------------------
                🌹🥀🌹