হাজার গানের সুরে
এ ধরণী হয়ে আছে ধন্য,
তবুও নতুন গান
গাঁথি বলো কী তোমার জন্য!
এলোমেলো তরঙ্গ মেলা
হৃদয় সাগরে করে খেলা
গুন গুন কেটে যায় বেলা
শোনালেই লাগে তা নগণ্য।
বন্ধু, নতুন গান
গাঁথি বলো কী তোমার জন্য!


কথার খেয়ালে তবু
কথা আমি দিয়েছি গো বন্ধু,
রাখতে না পেরে তাকে
অপরাধী হব কি গো বন্ধু!
সামান্য   যা রয়েছে পুঁজি  
তারই মাঝে বাণী সুর খুঁজি
বিকশিত হয় যদি
এতটুকু সুরভী লাবণ্য।
বন্ধু, নতুন গান
গাঁথি বলো কী তোমার জন্য!
   -------------------