যতই গাঁথো মিল ঝরানো
         ছন্দ বাণী মিষ্টি
বলবে না কেউ এখন তাকে
         আর তো মহান সৃষ্টি।
মিলগুলি আজ সবার চেনা
চমক নাকি আর মেলে না,
তাই তো এখন কেউ দেবে না
            ছন্দ গাঁথায় দৃষ্টি -
যতই গাঁথো মিল ঝরানো
            ছন্দ বাণী মিষ্টি।


চাই যে সবল গদ্য এবং
            চমকে দেওয়া শব্দ।
কবিরও বেশ ভাবতে মজা,
          পাঠক কেমন জব্দ।
জটিল কঠিন ভাবনা যত
ছড়ানো রয় ইতস্তত,
কাব্য বীণায় আগের মতো
          ছন্দ গীত আজ স্তব্ধ।
সেই লেখারই কদর তত
           পাঠক যত জব্দ ।
      ----------