একলা রাতে আপন হাতে বক্ষে নিজের ঘা দি'।
কেউ কি জানে কিসের টানে কার বিরহে কাঁদি!
গভীর যত হয় সে রাতি
                      সবাই ঘরের নেভায় বাতি,
পাই কাকে হায় জাগার সাথী, ব্যকুল হয়ে সাধি।
কে-ই বা জানে কিসের টানে কার বিরহে কাঁদি।
                     -----------


একলা ব’সে শূন্য ঘরে মন করে হায় হায় কি!
অন্তরে যে গোপন ব্যথা অন্যে তা টেরপায় কি?
মন ভেসে যায় ব্যথার টানে
                      যার ব্যথা সে নিজেই জানে,
বাইরে থেকে কেউ সেখানে চাইলেও পৌঁছায় কি!
অন্তরে যে গোপন ব্যথা অন্যে তা টেরপায় কি?

জীবন বড় বিচিত্র তার স্বরূপ বোঝা শক্ত,
কেউ বা সুখী, বুকের ভিতর কারুর ঝরে রক্ত।
কাব্যে গেঁথে কথার বাহার
                       শৈলী দিয়ে সূক্ষ্ম ভাষার
হায় রে কোনো অশ্রুলতার অশ্রু মোছা যায় কি!
অন্তরে যে গোপন ব্যথা অন্যে তা টেরপায় কি?
                ---------------